- Home
- West Bengal
- West Bengal News
- DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে। গত সপ্তাহে শুনানি হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। আজ কপিল সিব্বল সহ বিভিন্ন আইনজীবীরা সওয়াল করবেন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে আজ মঙ্গলবার ১২ অগাস্ট। এই শুনানি ঘিরে উত্তেজনা সব মহলে। গত সপ্তাহে শুনানি হয়েছিল ঠিকই কিন্তু কোনও সিদ্ধান্ত আসেনি। আজ ফের হবে শুনানি।
গত বৃহস্পতিবার ডিএ মামলার শুনানি হয়েছিল। সেদিন প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। সেদিন সওয়াল করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী। প্রসঙ্গত, আজ দুপুর ২টোয় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা ফের উঠবে সুপ্রিম কোর্ট। আজই ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হতে পারে বলে আশা রাজ্য সরকারি কর্মচারীদের।
আজ মঙ্গলবার সওয়াল করতে পারেন আইনজীবী কপিল সিব্বল। তিনি ১৫ মিনিটের জন্য সওয়াল করবেন। সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাতওয়ালিয়া ১০ মিনিটের জন্য সওয়াল করবে। ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী ৫-৭ মিনিট সওয়াল করতে পারেন বলে মিডিয়া রিপোর্ট দাবি। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীব গোপাল সুব্রক্ষ্মণ্যমের সওয়াল করার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টোয় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা ফের উঠবে সুপ্রিম কোর্ট। সেদিনই ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হতে পারে বলে আশা প্রকাশ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
এই মামলা ঘিরে কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ-র তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, ‘আগামীকাল নয়া হলফনামা শুনবেন কি শুনবেন না তা এই মুহূর্তে বলতে না পারলেও আমাদের আশা আগামীকাল শুনানির ইতি ঘটবে। … যদি তা না হয় তবে বুধবারের জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে, আমরা সপকারের এই মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর প্রয়াস তীব্র নিন্দা জানাচ্ছি।’

