- Home
- West Bengal
- West Bengal News
- কোটিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সম্পত্তিতে লক্ষ লক্ষ টাকার বই, হাতে নগদ মাত্র ১২ হাজার টাকা
কোটিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সম্পত্তিতে লক্ষ লক্ষ টাকার বই, হাতে নগদ মাত্র ১২ হাজার টাকা
- FB
- TW
- Linkdin
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী। নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন।
হলফনামায় স্বীকার
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁর আয়ের মূল উৎসই হল পেনশন। রাজনীতিতে আসার আগে পুরদমে সরকারী চাকুরিজীবী ছিলেন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। তাই পেনশনও পান।
অভিজিতের আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গত অর্থবর্ষে আয় ছিল ৫৯ লক্ষ ৩৬ হাজার টাকা। আগের বছর ছিল ৪২ লক্ষ টাকার বেশি। আর আগে বছর ৩৮ লক্ষের বেশি।
অভিজিতের হাতে নগদ
নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা।
বিনিয়োগ অভিজিতের
সেভিং অ্য়াকাউন্টে টাকা গচ্ছিত রেখেছেন। পাশাপাশি ফিক্সড ডিপোজিট স্কিমেও বিনিয়োগ করেছেন। এলআইসিতে রয়েছে লক্ষাধিক টাকা।
অভিজিতের গাড়ি-বাড়ি
হলফনামা অনুযায়ী তার ৫ লক্ষ ৮২ হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে। হাওড়ার ডোমজুড়ে একটি জমি রয়েছে। যার দাম ৬০ লক্ষ ৩৪ হাজার টাকা। সল্টলেকে একটি ফ্ল্যাট রয়েছে। সেটি ২০২১ সালে ৮০ লক্ষ টাকায় কিনেছিলেন। বর্তমান মূল্য ৮৫ লক্ষ টাকা।
অভিজিতের গয়নাগাটি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাথে রয়েছে দুটি মূল্যবান পাথর। সেনার আংটি। যার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
অভিজিতের সম্পদ বই
নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর বিলাশ বই-এর সম্ভার রয়েছে। তাঁর কাছে প্রায় ১২ লক্ষ টাকার আইনের বই রয়েছে।
অস্থাবর সম্পত্তি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণে ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা।
মোট অস্থাবর সম্পদ
তাঁর কাছে মোট ১ কোটি ৫৫ লক্ষ ৩৮ হাজার ৪৭২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ঋণ রয়েছে ৫০ লক্ষ টাকার।