
Barrackpore City Police: রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করতে গিয়ে বিপাকে এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। তাঁর সঙ্গে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের (Police) বিরুদ্ধে। দু'জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia Expressway)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিও। সমাজকর্মী পিঙ্কু মিত্রর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছেন। সেই সময় ওই গাড়িতে বসেছিলেন এক পুলিশ আধিকারিক। তাঁর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন এই সমাজকর্মী। তাঁর এক সঙ্গী পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন। ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন ওই পুলিশ আধিকারিক। তবে তাঁর সেই চেষ্টা সফল হয়নি।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, যে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রাস্তায় সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে, তাঁদের ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হচ্ছে।
সমাজকর্মী পিঙ্কুর শেয়ার করা ভিডিও অনুযায়ী, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে নীরঞ্জন সেন নগর অঞ্চলে একটি পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। এই ঘটনা দেখার পর পুলিশের গাড়ির দিকে এগিয়ে যান পিঙ্কু। তিনি প্রথমে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তর্ক শুরু করেন। এরপর গাড়ির ভিতরে বসে থাকা পুলিশ আধিকারিকের দিকে এগিয়ে যান এই সমাজকর্মী। ভিডিওতে সিভিক ভলান্টিয়ারকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। মুখ আড়াল করার চেষ্টা করেন পুলিশ আধিকারিক। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate) এই ঘটনায় নড়েচড়ে বসেছে। এ রাজ্যে পুলিশের ভাবমূর্তি মোটেই ভালো নয়। নানা ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ তৈরি হয়েছে। এই কারণেই এবার অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।