বৌদির কাটামুণ্ড নিয়ে কেন যুূবক ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়? একটি সামান্য কারণেই এই পৈশাচিক -কাণ্ড

Published : May 31, 2025, 05:59 PM IST
South 24 Parganas Crime  Basanti youth is roaming around with a severed head in his hand bsm

সংক্ষিপ্ত

Crime News: পুরুষের হাতে মহিলার কাটামুণ্ড দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শনিবার সাতসকালে এই ঘটনা দেখে ঘুম ছুটেছিল বাসন্তীর স্থানীয় বাসিন্দাদের। পুলিশের তদন্তে প্রকাশ্যে এল ঘটনার কারণ।

Basanti Crime News: সাত সকালে এক ব্যক্তিকে এক মহিলার কাটামুণ্ড নিয়ে ঘুরতে দেখা গিয়েছি বাসন্তী এলাকায়। পরে সেই ব্যক্তি বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু কেন এই প্রতিহিংসা? এই প্রশ্নের উত্তর খোঁজার কাজ শুরু হয়েছিল। শেষপর্যন্ত পুরো বিষয়টা খোলসা করল পুলিশ। দক্ষিণ ২৪ পরহনার বাসন্তীর পুলিশ কাটা-মুণ্ড তদন্তে নেমে পুলিশও রীতিমত চমকে গেছে।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত বিমল। যাকে হত্যা করা হয়েছে তার নাম সতী। পুলিস সূত্রের খবর, সতীর স্বামী মাস চারেক আগে মারা যায়। পড়াশুনার জন্য ছেলেরা সোনারপুরে থাকে। সতীর বাড়ির পাশেই বিমলের বাড়ি। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বনিবনা ছিল না। প্রতিবেশী হলেও সম্পর্ক ছিল খুব খারাপ। সেই সম্পর্কই আরও খারার হয় শনিবার।

শনিবার সকালেই নিজের বাড়ির সামনে একটি আমগাছ থেকে আম পাড়ছিলেন সতী। তখন তাঁকে বাধা দেন বিমল। বিমল দাবি করে গাছটি তাদের মালিকানাধীন। সতী পাল্টা জানান গাছটি তাদের। গাছ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা বচসায় পরিণত হয়। সেই সময় হঠাৎ করেই ধারাল অস্ত্র বার করে বিমল। তারপরই বৌদিকে কুপিয়ে ধড় আর মাথা আলাদা করে দেয়। তারপরই বৌদির কাটামুণ্ড নিয়ে ঘুরে বেড়ায় গোটা এলাকা।

ক্যানিং মহকুমা পুলিশের আধিকারিক রামকুমার মণ্ডল বলেছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরেই আলিপুর আদালতে পেশ করা হবে।

রাস্তার ওপর দিয়ে এক মহিলার কাটামুণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। এক হাতে ধরা রয়েছে ধারাল অস্ত্র। অন্য হাতে ধরা হয়েছে মহিলার চুলের গোছা। টপটপ করে রক্ত পড়ছে মহিলার মুণ্ড থেকে। প্রত্যক্ষদর্শীরা দেখে ভয় সিঁটিয়ে গেলেও যুবকের চোখেমুখে আতঙ্কের লেসমাত্র নেই। শনিবার সাত সকালে এই ছবি দেখে মোটের ওপর ঘুম ছুটে গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের। অনেকেই ট্রমায় রয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid News: অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী মন্তব্য নওশাদের?
Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন