২০২৩ সালে গোটা দেশে বাংলা মডেল কাজ করবে, বছরের প্রথম দিনেই আশাবাদী অভিষেক

Published : Jan 01, 2023, 07:58 PM ISTUpdated : Feb 03, 2023, 07:18 PM IST
abhishek banerjee

সংক্ষিপ্ত

বছরের প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন জাতীয় রাজনীতিতে বড় পদক্ষেপ করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপির তীব্র সমালোচনা করেন।

আগামী দিনে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই তৃণমূলের গুরুত্ব দেশের অন্যত্র বাড়বে। রবিবার দলীয় কার্যালয়ে ভূমি পুজোর অনুষ্ঠানে এসে তেমনই জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, ভ্রাতৃত্ব ও ভালবাসার রাজনীতি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে।

গত বছর গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত শুরু করেও শেষপর্যন্ত রীতিমত হতাশ হয়েছিল। তারপর থেকেই জাতীয় রাজনীতি নিয়ে দলের কোনও নেতা-নেত্রী তেমন গুরুত্বপূর্ণ কথা বললেননি। এদিন সেই প্রসঙ্গের পাশাপাশি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট হিসেবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিযোগ জানিয়েছেন, আগামী দিকে জাতীয় স্তরে গুরুত্ববাড়বে তৃণমূলের। অভিষেক বলেন, 'গোয়া বিধানসভা নির্বাচনে জিতততে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু কয়েক মাসের মধ্যে আমরা সেখানে আ৮ শতাংশ ভোট পেয়েছি। বাংলা আগামী দিনে গোটা দেশকেই পথ দেখাবে।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমরা আশা করে এ বছর ঘণা আর বিচ্ছিন্নতার রাজনীতির অবসান ঘটবে। ভ্রাতৃত্ব ও ভালবাসার রাজনীতি ডানা মেলবে। বাংলার মত একই ছাদের নিচে প্রেম, মমতা, আর ভ্রাতৃত্বের সহাবস্থান দেখতে পাওয়া যাবে। আদূর ভবিষ্যতে বাংলা মডেল কাজ করবে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২০২৩ সাল থেকেই জাতীয় রাজনীতিতে বাংলা মডেল গুরুত্ব পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে।

এই বছর এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর সেই কারণে রাজ্যে বিজেপির প্রস্তুতি দেখতে চলতি মাসেই বিজেপি নেতা জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে আসবেন। সেই প্রসঙ্গে উল্লেখ করে এদিন অভিষেক রীতিমত কটাক্ষ করে বলেন, 'যখনই রাজ্যে নির্বাচন কড়া নাড়ে তখনই বিজেপি নেতাদের এই রাজ্যে আনাগোনা বেড়ে যায়। আর নির্বাচনে হেরে গেলে তারা এই রাজ্য থেকে পালিয়ে যান।' তিনি বলেন ২০২১ সালের নির্বাচনেও এই একই পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও তাই হবে বলেও আশাবাদী অভিষেক। তবে পঞ্চায়েত ভোটে তিনি হিংসা চান না বলেও এদিনও স্পষ্ট করে জানিয়েছেন।

আরও পড়ুনঃ

'বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে', তৃণমূল ভবনের ভূমি পুজোয় শুভেন্দুকে নিশানা অভিষেকের

দিল্লির প্রবল ঠান্ডাতেও সোয়েটার ছাড়া রাহুল গান্ধী, জানুন টি-শার্ট পরে থাকার গোপন রহস্য কী

সোশ্যাল মিডিয়াতে হেনস্থা, হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মহিলা কোচের

PREV
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের