দীর্ঘ প্রতিক্ষার অবসান। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা সরকার। এবার বেতন বাড়বে পাঁচটি ধাপে।
সর্বনিম্ন বেতন ১৩ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১৬ হাজার। তেমনই বেতন বাড়বে চুক্তি ভিত্তিক কর্মীদের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হাতে এবার থেকে মিলবে বেতন। আর মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়া।
২০১৭ সালে শেষ বেতন বেড়েছিল কর্মীদের। সে সময় কর্মীদের বেতন ১১ হাজার ৫০০ থেকে বেড়ে হয় ১৩ হাজার ৫০০।
এবার সেই বেতন হবে ১৬ হাজার। এমনই সুখবর জানাল মুখ্যমন্ত্রী।
শীঘ্রই বেতন বৃদ্ধি হবে রাজ্যের অস্থায়ী বাসচালকদের। দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।
চাকরিতে ঢুকতে এতদিন বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। যে বেড়ে হল ১৬ হাজার। সর্বোচ্চ বেতন হল ৩৮ হাজার।
বাসচালকদের পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে খুশি বাসচালকেরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।
ফলে মার্চের বেতনের সঙ্গে প্রায় ৩ মাসের এরিয়ার এক সঙ্গে পাবেন কর্মীরা।
Sayanita Chakraborty