মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ার, বিরাট সুখবর নবান্নের পক্ষ থেকে, কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের

Published : Mar 17, 2025, 01:03 PM ISTUpdated : Mar 17, 2025, 06:44 PM IST

দীর্ঘ প্রতীক্ষার পর, মমতা সরকার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। পাঁচটি ধাপে বেতন বাড়ানো হবে, যেখানে সর্বনিম্ন বেতন ১৩,৫০০ থেকে বেড়ে ১৬,০০০ টাকা হবে। 

PREV
110

দীর্ঘ প্রতিক্ষার অবসান। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা সরকার। এবার বেতন বাড়বে পাঁচটি ধাপে।

210

সর্বনিম্ন বেতন ১৩ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১৬ হাজার। তেমনই বেতন বাড়বে চুক্তি ভিত্তিক কর্মীদের।

310

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হাতে এবার থেকে মিলবে বেতন। আর মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়া।

410

২০১৭ সালে শেষ বেতন বেড়েছিল কর্মীদের। সে সময় কর্মীদের বেতন ১১ হাজার ৫০০ থেকে বেড়ে হয় ১৩ হাজার ৫০০।

510

এবার সেই বেতন হবে ১৬ হাজার। এমনই সুখবর জানাল মুখ্যমন্ত্রী।

610

শীঘ্রই বেতন বৃদ্ধি হবে রাজ্যের অস্থায়ী বাসচালকদের। দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।

710

চাকরিতে ঢুকতে এতদিন বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। যে বেড়ে হল ১৬ হাজার। সর্বোচ্চ বেতন হল ৩৮ হাজার।

810

বাসচালকদের পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

910

এই সিদ্ধান্তে খুশি বাসচালকেরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।

1010

ফলে মার্চের বেতনের সঙ্গে প্রায় ৩ মাসের এরিয়ার এক সঙ্গে পাবেন কর্মীরা।

click me!

Recommended Stories