আগামী মাসে বিজেপি নেতারা বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারেন। কিন্তু কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তা এখনও স্পষ্ট নয়। তবে দিলীপ যদি বিজেপির সভাপতি হন তাহলে খুশি হবেন তাঁর অনুগামীরা। যদি সব বাধা কাটিয়ে দিলীপ ঘোষ নতুন সভাপতি হন তাহলে বল হবে সতীর পুণ্যে পতির পুণ্য।