DA মামলার রফা হবে সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা

Published : Sep 03, 2025, 03:01 PM IST

 সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে এতদিনে আশাবাদী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

PREV
15
DA মামলা নিয়ে আশাবাদী

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে এতদিনে আশাবাদী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আশা করছেন এবার অর্থাৎ আগামি সোমবার ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে। তিনি জানিয়েছেন আগামী সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে।

25
সোমবার শুনানি

সুপ্রিম কোর্টে গত সোমবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হবে ডিএ মামলার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা।

35
আগের দিন মামলা পিছনোর কারণ

গত সোমবার সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। রাজ্য়ের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ও কপিল সিবাল। কপিল সিবাল জানিয়েছেন, এই মামলায় সওয়াল করতে আরও দুইদিন সময় চান তিনি। রাজ্যের তরফে আর্জি জানান হয়েছিল আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের দ্বিতীয়ার্ধে যেন ডিএ মামলাটি শুনানির জন্য রাখা হয়।

45
পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল

এর আগের দিনের শুনানির বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, বিচারপতিদের যে মামলা ছিল, সেগুলি শুনতে সময় লাগত। সেজন্য অন্যদিন ডিএ মামলার শুনানি করার কথা বলা হয়।

55
পূর্ণাঙ্গ শুনানির আশার কারণ-

কপিল সিবালের আর্জির পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আমরা বললাম যে মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এখন দুই দিনের কী দরকার আছে?' তিনি আরও জানিয়েছেন, আগামী সোমবার দুপুর ২টো ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এই দিনই ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলেও আশা করছে সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories