School holidays September 2025: ক্যালেন্ডারের হিসেব বলছে চলতি মাসেই শুরু উৎসবের মরশুম। সেপ্টেম্বর মাসজুড়ে রয়েছে বাঙালির একাধিক উৎসব। ফলে ছুটিও থাকবে লম্বা। রইল সেপ্টেম্বরের ছুটির তালিকা।
রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি ফের ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। সেই মর্মে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। চলতি সেপ্টেম্বর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সহ রয়েছে একাধিক অনুষ্ঠান। যারফলে সারা মাসজুড়েই কমবেশি ছুটি থাকবে রাজ্যের সরকার পোষিত বিদ্যালয় সহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
25
কবে থেকে বন্ধ থাকবে বিদ্যালয়
উৎসবের মরশুম শুরু মানেই খুদে পড়ুয়াদের আনন্দের সীমা নেই। কারণ, এই একটা মাসেই বাচ্চাদের একটু কম পড়াশোনা করলেও পুজোর আনন্দে তা মাফ হয়ে যায়। আর তার ওপরে যদি থাকে স্কুল ছুটি তাহলে সেটি হল পুজোর বাড়তি পাওনা। চলতি সপ্তাহেই মিলবে পড়ুয়াদের স্কুল ছুটি। কারণ, ৫ সেপ্টেম্বর রয়েছে ইদ-ই মিলাদ। একই সঙ্গে ওই দিনেই পড়েছে আবার শিক্ষক দিবস। সারা দেশজুড়ে বিশেষ এই দিনটি রাধাকান্ত চক্রবর্তীর জন্মদিন হিসেবে পালন করে থাকে শিক্ষার্থীরা। ফলে শুক্রবার একই সঙ্গে দুটি অনুষ্ঠান পড়ে যাওয়ায় বন্ধ থাকতে পারে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।
35
বিশ্বকর্মা পুজোর ছুটি
আবার ১৭ সেপ্টেম্বর বুধবার পড়েছে বিশ্বকর্মা পুজো। বিশেষ এই দিনে লোহালক্করের দেবতা হিসেবে পরিচিত বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই পুজো সাধারণত হয় পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে। স্বাভাবিক ভাবেই মহাধুমধাম করে এই পুজোর আয়োজন করা হয়। বন্ধ থাকবে স্কুল-কলেজ।
যদিও এই বছর মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর রবিবার। এমনিতেই রবিবার সরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। রবিবার ভারতে সরকারি ছুটির দিন হওয়ায় কোনও রকম কাজ কর্ম হয় না। আবার এবছর ২১ সেপ্টেম্বর মহালয়া পড়েছে। সেদিন থেকেই শুরু হবে দুর্গাপুজোর প্রস্তুতি। কারণ, মহালয়াতেই পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হয়। এদিন রবিবার হওয়ায় এমনিতেই বন্ধ থাকবে স্কুল-কলেজ।
55
দুর্গাপুজোর ছুটি
এই বছর দুর্গাপুজো যেহেতু অনেকটাই আগে পড়েছে ফলে ছুটিও এগিয়ে এসেছে। মহালয়ার পরে কিছুদিন স্কুল হলেও আবার ছুটি পড়ে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে। কারণ ওই দিন দুর্গাপুজোর সপ্তমী। ৩০ সেপ্টেম্বর অষ্টমী পড়েছে মঙ্গলবার। ফলে শারদোৎসব উপলক্ষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে লম্বা ছুটি মিলবে স্কুল পড়ুয়াদের।