- Home
- India News
- CAA-তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ ১০ বছর বাড়াল কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প
CAA-তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ ১০ বছর বাড়াল কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প
আরও কঠোর হচ্ছে নাগরিকত্ব আইন। সিএএ-তে আবেদনের সময় বাড়াল কেন্দ্র। তবে রাজ্যগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ অমিত শাহের মন্ত্রকের।

নাগরিকত্বের আবেদন
নাগরিকত্ব সংশোধন আইন CAA-তে আবেদন জানানোর সময়সীমা আরও ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে নাগরিকত্বের আবেদন ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছে। আগের সময়সীমা ছিল ২০১৪ সাল পর্যন্ত। একধাক্কায় ১০ বছর বাড়িয়ে দিল সময়সীমা।
CAA-তে আবেদন
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ জৈন, পাার্সি, খ্রিস্টানরা ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছে তারা সকলেই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। আগে এই সময়সীমা ছিল ২০২৪ সাল পর্যন্ত।
২০১৯ সালের আইন পাশ
২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইনে এ-ও বলা হয় যে, কেবলমাত্র যাঁরা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তবে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয়।
কড়া হচ্ছে অনুপ্রবেশকারী আইন
কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রের নাগরকিত্ব আইন আরও কড়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে সব রাজ্যকেই ডিটেনশন ক্য়াম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই ভারতে অনুপ্রবেশকারীদের আটকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুপ্রবেশকারীদের জন্য
কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে যারা ভারতে ঢুকেছেন এবং বৈধ নথি ছাড়াই এসেছেন, কিংবা বৈধ নথি নিয়ে প্রবেশ করলেও যার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা আইন পুরোপুরি কার্যকর হবে না। তবে যারা ছাড়ের আওতায় নেই, তাঁদের কঠোর নিয়ম মানতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তৈরি ডিটেনশন সেন্টারে তাঁদের আটক রাখা হবে, প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত।

