কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার ঘটনায় গ্রেফতার কেবল বিজেপি কর্মীরাই, অভিযোগ বিজেপির

অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের অভিযোগ,'এই ঘটনা পূর্ব পরিকল্পিত'। বিজেপি কর্মীরা এও অভিযোগ করেন যে পুলিশ নিরপেক্ষ তদন্ত করেনি।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার ঘটনায় কেবল গ্রেফতার কেবল বিজেপি কর্মীরাই। ঘটনার প্রতিবাদে এবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিল বিজেপি। রবিবার কোচবিহার থেকেই এই প্রতিবাদ কর্মসূচি শুরু করতে চাইছে তাঁরা। শনিবারের ঘটনা ঘিরে ক্রমেই তীব্র হতে শুরু করেছে রাজনৈতিক তরজা। এর মধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার দায় অবশ্য তৃণমূল কেন্দ্রীয় মন্ত্রীর উপরই চাপিয়েছিল। অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের অভিযোগ,'এই ঘটনা পূর্ব পরিকল্পিত'। বিজেপি কর্মীরা এও অভিযোগ করেন যে পুলিশ নিরপেক্ষ তদন্ত করেনি।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার ঘটনায় ১৮ দিনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, পুলিশ বেছে বেছে শুধু বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে। প্রসঙ্গত, শনিবার উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপি তৃণমূল সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের রূপ নিল এলাকা। দু'পক্ষের হাতাহাতিতেই থেকে থাকল না সংঘর্ষ, বোমা, গুলি, পাথর পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে। ঘটনায়ব কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলেও অভিযোগ। সপ্তাহের শেষে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ীই দিনহাটার একাধিক এলাকা পরিদর্শনে যান মন্ত্রী নিশীথ প্রামাণিক। ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্যই এদিনের কর্মসূচি বলে জানা যাচ্ছে। কিন্তু গোল বাঁধে দিনহাটার বুড়িরহাট এলাকায় এসে।

Latest Videos

দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় এসে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বচসার কেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে ঢিল ছোড়া হয়। তাঁর গাড়ির কাঁচও ভেঙে যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা কোনও মতে তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যায়। ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলা ক্রমশ 'দুষ্কৃতীদের রাজত্বএ' পরিণত হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি এই ঘটনাকে উদাহরণ স্বরূপ ধরে বাংলার মানুষের প্রতিও বার্তা দিয়েছেন তিনি।

এদিন দিনহাটার ঘটনা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি ঘটনা প্রসঙ্গে বলেছেন,'বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্বে পরিণত হয়েছে। যে ভাবে দুষ্কৃতীরা হামলা করছে তা কখনও স্বাভাবিক রাজনীতির পরিবেশে হতে পারে না।।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন,'বাংলার মানুষ দেখুন কী চলছে।' উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি কোবিহারে সভা করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজবংশী যুবকের বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেই কাঠগড়ায় তুলেছিলেন অভিষেক। রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিও নিয়েছিল তাঁরা।

আরও পড়ুন - 

কোচবিহারের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে বড়সড় হামলার অভিযোগ, রাজ্যের সব থানার সামনে বিক্ষোভের ডাক দিল বিজেপি

গ্রাম বাংলার ঘরে ঘরে প্রধানমন্ত্রীর 'মন কী বাত' পৌঁছে দিতে উদ্যোগী বঙ্গ বিজেপি, ভোটের আগে জনসংযোগ বৃদ্ধিই লক্ষ্য

স্বাস্থ্যখাতে ৫ শতাংশ করবৃদ্ধি সম্পর্কে বিরোধীদের তোলা অভিযোগ ‘ভুয়ো’! 'বিরোধীরা গালে থাপ্পড় খেয়েছে', তীক্ষ্ণ কটাক্ষ বিজেপি মুখপাত্রের

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today