গ্রেফতার হওয়ার ৭ মাস পর বিজ়নেস ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানজনক পদ থেকে সরে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

ঐতিহ্যশালী এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কী করে একজন জেলবন্দি ব্যক্তি এতদিন ধরে বহাল থাকেন, তা নিয়ে ব্যাপক ক্ষোভ এবং প্রশ্ন তৈরি হচ্ছিল বলে জানা গেছে। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে ইডি-র হাতে গ্রেফতার হন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনার দিনকয়েকের মধ্যেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও এখনও বাংলার বিধায়ক পদে রয়েছে তাঁর নাম। এভাবেই তিনি বহাল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট পদেও।

এবার সেই পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পরও প্রায় ৭ মাস ধরে এই পদগুলিতে ছিলেন তিনি। ওই পদে তাঁর রয়ে যাওয়া নিয়ে প্রতিষ্ঠানের অন্দরে জোরালো চাপ সৃষ্টি হয়েছিল। রাজ্য সরকারের প্রতিনিধিরাও ধীরে ধীরে তাঁকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছিলেন। অবশেষে শুক্রবার এই পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Latest Videos

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন রাজ্যের শিক্ষামন্ত্রীর পদে আসীন ছিলেন পার্থ। তাঁর আমলেই নিয়োগে বড়সড় দুর্নীতি ঘটেছে বলে খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন পদাধিকারবলে এই ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বোর্ড অফ গভর্নর্স-এর সভাপতি হয়ে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়মিত যোগাযোগ না থাকলেও অনেক সময়ই তাকে বোর্ডের বিভিন্ন বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে খবর। কিন্তু ঐতিহ্যশালী এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কী করে একজন জেলবন্দি ব্যক্তি এতদিন ধরে বহাল থাকেন, তা নিয়ে ব্যাপক ক্ষোভ এবং প্রশ্ন তৈরি হচ্ছিল। অবশেষে শুক্রবার বোর্ড অফ গভর্নর্স-এর বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত হয়।

আরও পড়ুন-

স্বাস্থ্যখাতে ৫ শতাংশ করবৃদ্ধি সম্পর্কে বিরোধীদের তোলা অভিযোগ ‘ভুয়ো’! 'বিরোধীরা গালে থাপ্পড় খেয়েছে', তীক্ষ্ণ কটাক্ষ বিজেপি মুখপাত্রের
হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর খবর! সিনেমায় একদিন অভিনয় করেই প্রযোজককে নিয়ে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের হোটেলে
বসন্তের আবহে সানি লিওনি-র সাথে ঘটে গেল আচমকা অঘটন! তিনি ‘আসল’ নাকি ‘নকল’? এই ধন্ধেই উষ্ণ সামাজিক মাধ্যম

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar