সংক্ষিপ্ত

তৃণমূল সাংসদ জহর সরকার এবং খ্যাতনামা চিকিৎসক দেবী শেট্টির করা পোস্টটিকে ‘ভুয়ো’ বলে দাবি করল প্রেস ইনফরমেশন ব্যুরো। সেটিকেই এবার আক্রমণের হাতিয়ার করেছে বিজেপি।

সম্প্রতি ভারতের সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি চাঞ্চল্যকর পোস্ট, যাতে দাবি করা হয়েছে যে, বর্তমান ভারত সরকার চিকিৎসা পরিষেবায় ৫ শতাংশ কর বৃদ্ধি করেছে। একটি চিঠি নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করে অথবা শেয়ার করেছিলেন খ্যাতনামা চিকিৎসক দেবী শেট্টি। সেই চিঠি প্রসঙ্গে চিকিৎসকের সাথে সহমত পোষণ করেছিলেন তৃণমূল সাংসদ জহর সরকার। সেই চাঞ্চল্যকর চিঠিটিকে এবার ‘ভুয়ো’ বলে দাবি করল ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো।

রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইটারে ওই চিঠি সহ তৃণমূল সাংসদের টুইটটি পোস্ট করে জানানো হয়, ‘একটি টুইট দাবি করেছে যে, কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক বাজেটে স্বাস্থ্যসেবার উপর ৫ শতাংশ কর ধার্য করেছে। এই দাবিটি ভুয়ো। টুইটের সাথে সংযুক্ত করা চিঠিটি ২০১১ সালের এবং যথাযথ প্রসঙ্গের বাইরে গিয়ে এটিকে শেয়ার করা হচ্ছে।’


 

সংবাদমাধ্যমের এই পোস্টটি নিয়েই এবার বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য নিজের টুইটার অ্যাকাউন্টে এই টুইটটি রি-শেয়ার করে বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী হিসাবে প্রণব মুখোপাধ্যায় যখন স্বাস্থ্যসেবার উপর পরিষেবা কর বসিয়েছিলেন, এটা তখনকার লেখা একটি চিঠি। পরে সেটা প্রত্যাহার করা হয়। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা নিজেদের মুখে চড়-থাপ্পড় খেয়ে গেছে, এখন তারা এই মিথ্যাকে জাগিয়ে তুলছে এই আশায় যে, এই মিথ্যেটা মোদী সরকারের সাথে লেগে থাকবে।’


 

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের সিংহাসনে চলছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শাসন। সেই সময় অর্থমন্ত্রীর পদে আসীন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ভারতের চিকিৎসা পরিষেবায় ৫ শতাংশ কর ধার্য করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে ওই চিঠিটি লেখা হয়। তবে, পরবর্তীকালে তিনিই ওই ৫ শতাংশ কর প্রত্যাহার করে নেন। এই চিঠি ২০২৩-এর সোশ্যাল মিডিয়া মাধ্যমে কীভাবে ফিরে এল এবং রাজনৈতিক শিবিরকে আন্দোলিত করে তুলল, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন-

হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর খবর! সিনেমায় একদিন অভিনয় করেই প্রযোজককে নিয়ে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের হোটেলে
বসন্তের আবহে সানি লিওনি-র সাথে ঘটে গেল আচমকা অঘটন! তিনি ‘আসল’ নাকি ‘নকল’? এই ধন্ধেই উষ্ণ সামাজিক মাধ্যম
Earthquake News: বৃহস্পতিবারের পর শনিবার, মধ্যরাতে আবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ