সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও DAতে 'ফাঁকি'! মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক দাবি

Published : Jun 24, 2025, 08:33 PM IST

DA News: সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% শতাংশ মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ দেওয়ার সময়সীমান শেষ হচ্ছে আগামী ২৭ জুন। হাতে আর মাত্র তিন থেকে চার দিন রয়েছে। 

PREV
111
সময়সীমা শেষের দিকে

সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% শতাংশ মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ দেওয়ার সময়সীমান শেষ হচ্ছে আগামী ২৭ জুন। হাতে আর মাত্র তিন থেকে চার দিন রয়েছে।

211
ডিএ অনিশ্চিত

রাজ্য সরকার যদি বকেয়া ২৫% শতাংশ ডিএ দেয় তাহলে তার আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত বিজ্ঞপ্তি জারি করার সময়সীমা শেষ হয়েছে গত ১৬ জুন। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।

311
রাজ্যের সরকারি কর্মীদের অপেক্ষা

রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ২৭ জুনের অপেক্ষায় বসে রয়েছেন। তাঁদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্য সরকার ২৫% ডিএ মিটিয়ে দেবে নির্ধারিত সময়ের মধ্যে।

411
বিজেপির দাবি

ডিএ নিয়ে রাজ্য সরকার আর রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন যখন অব্যাহত তখনই ডিএ নিয়ে বিস্ফোরক দাবি করেছে বিজেপি।

511
বিজেপির দাবি

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দেবে না। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে।

611
কারণ

বিজেপি নেতার কথায় রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ না দিতে দুটি অজুহাত খাড়া করেছে। আর এই দুটি অজুহাত দিয়েই ডিএ ইস্যু পাশ কটিয়ে যাবে। দুটি অজুহাত কী কী তাও বলেছেন বিজেপি নেতা।

711
প্রথম অজুহাত

বিজেপি নেতা বলেছেন, আদালতে রাজ্য সরকার বলবে, বকেয়া ডিএ মেটানোর মত আর্থিক স্বচ্ছলতা নেই রাজ্যের।

811
দ্বিতীয় অজুহাত

প্রথমটি যদি কর্যকর না হয় তাহলে দ্বিতীয় অজুহাত হিসেবে রাজ্য সরকাক বলবে কর্মীদের কার কত ডিএ বকেয়া - সেই সংক্রান্ত হিসেবে নেই তাদের কাছে।

911
রাজ্য সরকার বলতে পারে

আদালতে রাজ্য বলবে, ২০০৯ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের DA বাকি। ২০১৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইন পোর্টালে নিয়ে আসা হয়েছে। সেই সময় অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসাব নেই তাদের কাছে। তা বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে। যা যথেষ্টই সময়সাপেক্ষ।

1011
সময় কম

পুরো বিষয়টি বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে। যা যথেষ্টই সময়সাপেক্ষ। তাই আপাতত ডিএ দিতে পারবে না রাজ্য সরকার।

1111
নবান্নের প্রতিক্রিয়া

যদিও বিজেপি নেতার এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি নবান্ন। অন্যদিতে ডিএ নিয়ে রাজ্য সরকার এখনও কিছুই বলেনি। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল আইন মেনেই পদক্ষেপ করা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories