DA Hike: নামমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার, তাতেই খুশি সরকারি কর্মীরা
DA Hike: দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। আলোচনা পর্যালোচনার মধ্যেই এই রাজ্যের সরকার রাজ্যের এই দফতরের কর্মীদের জন্য নামমাত্র ডিএ বৃদ্ধি করল।

মহার্ঘ ভাতা বৃদ্ধি
দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। আলোচনা পর্যালোচনার মধ্যেই এই রাজ্যের সরকার রাজ্যের এই দফতরের কর্মীদের জন্য নামমাত্র ডিএ বৃদ্ধি করল।
অল্প মহার্ঘ ভাতা বৃদ্ধি
খুব অল্প পরিমাণে হলেও রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তাতে সরকারি কর্মীদের একাংশ হতাশ হলেও অন্য অংশ খুশি।
ডিএ বদ্ধি
নামমাত্র ডিএ বৃদ্ধি করা হয়েছে। সরকারি অনুষ্ঠানে এই কথাই ঘোষণা করেছে সরকার।
ডিএ বৃদ্ধি
সংশ্লিষ্ট দফতরের কর্মী ও পেনশনভোগীদের ১.৯৪৪% হারে ডিএ বাড়ানো হচ্ছে। কারিগরদের ক্ষেত্রেও বর্ধিত হার কার্যকর হবে।
উপকৃতের সংখ্যা
রাজ্য় সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন রাজ্যের ৭১,৪১৭ জন কর্মী ও পেনশনভোগী ।
এতদিন ডিএ পেতেন
বিদ্যুৎ দফতরের কর্মীরা এতদিন ধরে ১৪.০৭৪% হারে ডিএ পাচ্ছিলেন। এবার ১.৯৪৪% বাড়ানোর ফলে তাদের ডিএ-র পরিমাণ হল ১৬.০১৮%।
ডিএ কার্যকর
চলতি মাসের জানুয়ারি থেকে নতুন এই ডিএ কার্যকর হবে বলেও জানিয়েছে সরকার।
কোন সরকার?
তেলাঙ্গনা সরকার রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মীদের জন্য নতুন ডিএ ঘোষণা করেছে।
খুশি সরকারি কর্মীরা
খুব বেশি হারে ডিএ বৃদ্ধি না হলেও সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন রাজ্যের সরকারি কর্মী আর পেনশনভোগীরা।
বঙ্গে কবে ডিএ
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫ শতাংশ ডিএ কবে পাবেন তারই আশায় দিন কাটাচ্ছেন।

