রাজ্যে বিধানসভায় দুর্দান্ত ফল বিজেপির, মমতা-অভিষেককে পিছনে ফেলে অনেক এগিয়ে গেলেন শুভেন্দুরা

এবারে লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় ৬টি আসন কম পেয়েছে বিজেপি। রাজ্যে মাত্র দু’টি লোকসভা আসনে এবার ৭ টি বিধানসভার ৭ টিতেই জিততে সক্ষম হয়েছে। সেই দুটি লোকসভা আসন হল তমলুক ও আলিপুরদুয়ার।

২০১৯ সালের লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বিজেপি জিতেছিল ১৮টি আসন। সেই হিসেবে বিজেপি শতাধিক বিধানসভা আসনে এগিয়েছিল। যার ফলে, একুশের ভোটে রাজ্যের বিরোধীদল যথেষ্ট শক্তিশালী হয়ে মাঠে নেমেছিল। যদিও শেষ পর্যন্ত ফলাফল হয়ে যায় উল্টো। কারণ, সেক্ষেত্রে বিজেপির ভোট ২ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি বিধানসভায় তারা মাত্র ৭৭ টি আসন জিতেছিল।

এদিকে, এবারে লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় ৬টি আসন কম পেয়েছে বিজেপি। রাজ্যে মাত্র দু’টি লোকসভা আসনে এবার ৭ টি বিধানসভার ৭ টিতেই জিততে সক্ষম হয়েছে। সেই দুটি লোকসভা আসন হল তমলুক ও আলিপুরদুয়ার। এদিকে, দার্জিলিং লোকসভার ক্ষেত্রে ৭টি বিধানসভার মধ্যে ৬ টিতে জিতেছে তারা। এদিকে, রানাঘাট ও বনগাঁতেও ৬ টি করে বিধানসভায় বিজেপি লিড পেয়েছে।

Latest Videos

যদিও, এটা ঠিক যে, বাংলায় গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট শতাংশ কমলেও বিধানসভা নির্বাচনে নিরিখে এই পরিসংখ্যান সামান্য বৃদ্ধি পেয়েছে। আমরা যদি, ২১ সালের বিধানসভা ভোটের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে বিজেপি বঙ্গে ভোট পেয়েছিল ৩৮.১৫ শতাংশ। যেটি এবার লোকসভা ভোটে বেড়ে হয়েছে ৩৮.৭৩ শতাংশ।

বিজেপির সামগ্রিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতৃত্বদের একাংশ মনে করছে বাম-কংগ্রেস তৃণমূলের ভোট কিছুটা কেটে নেওয়ায় তার সুবিধা পেয়ে গিয়েছে বিজেপি। ভোটের সামগ্রিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে রাজ্যের ৯০ টি বিধানসভায় লিড পেয়েছে গেরুয়া শিবির।

তাই মনে করা হচ্ছে ফলাফলের দিক থেকে ভরাডুবি ঘটলেও এবার রাজ্যের বিরোধী দল পেয়েছে সান্ত্বনা পুরস্কার। বর্তমানে, রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা হল ৭৬। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল ৭৭টি আসন। কিন্তু, ধূপগুড়ির উপ-নির্বাচনে হেরে যাওয়ায় সেই সংখ্যা ১টি কমেছে। কিন্তু বিধানসভায় বর্তমানে তাদের যা শক্তি (৭৬) সেই তুলনায় ১৪টি বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল। এদিকে, এই লিড বিভিন্ন ক্ষেত্রে পাল্টেছে। অর্থাৎ, কোথাও কোথাও এই লিডের পরিমাণ তৃণমূল অথবা বাম-কংগ্রেস থেকে অনেকটাই বেশি রয়েছে। আবার কোথাও, এর ব্যবধান এক্কেবারে কম রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM
জলের জন্য হাহাকার! ৭০ বিঘা চাষ নষ্টের আশঙ্কায় বিক্ষোভ, স্যালো মালিককে ঘিরে তুমুল ধস্তাধস্তি