BJP News: বিজেপিতে 'ব্রাত্য'দিলীপ ঘোষ! ডাকই পেলেন না অমিত শাহের বৈঠকে

Published : May 31, 2025, 12:55 PM IST

দুই দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। দিলীপ ঘোষ ডাকই পেলেন না 'শাহী' বৈঠকে।

PREV
112
কোনঠাসা দিলীপ ঘোষ

আরও কোনঠাসা হয়ে পড়েছেন বিজেপি নেতা দিলীাপ ঘোষ। বিজেপির একাধিক বৈঠকে তিনি ব্রাত্য। কিন্তু এবার ডাক পেলেন না অমিত শাহের বৈঠকেও। তেমনই বলছে একটি সূত্র।

212
অমিত শাহের বঙ্গে সফর

দুই দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে।

312
অমিত শাহের কর্মসূচি

সরকারি অনুষ্ঠান রয়েছে। নেতাজি ইন্ডোরে সাংগঠনির সভা রয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। কিন্তু অমিত - বৈঠকে ডান পাননি রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ।

412
ব্রাত্য দিলীপ

অমিত শাহ বিজেপির চাণক্য হিসেবেই পরিচিত। রাজ্যে এলেও দেখা করার ডাকটুকু পর্যন্ত পাননি দিলীপ ঘোষ। তাতেই রীতিমত 'অভিমানী' দিলীপ। যদিও মুখে তিনি বলছেন অন্য কথা।

512
দিলীপ উবাচ

দিলীপ ঘোষ জানিয়েছেন, 'বড় নেতারা না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান-সম্মান আছে। তারা যাদের ডাকেন তারাই যায়। আমি প্রয়োজনে যাই। আমার প্রয়োজন হয় না। আমি নিজে সংগঠনের কাজ করি। প্রয়োজনে ডাকে, বলেন কী করতে হবে। আমরা তা পালন করি।'

612
সভাপতি দিলীপ

দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যখন সভাপতি ছিলেন, তখন ডাক পেতেন। যখন গিয়েছিলেন। এখন অন্যরা দায়িত্বে আছে। তবে দিলীপ জানিছেন, 'আমরা কার্যকর্তারা বৈঠকে থাকব'। অর্থাৎ আলাদা ডাক নয়, দলীয় বৈঠকেই উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ।

712
দলীয় শৃঙ্খলা

দিলীপ বিজেপির দলীয় শৃঙ্খলার কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের দলের একটা শৃঙ্খলা আছে। যে বৈঠকে-অনুষ্ঠানে যেতে বলা হয়। সেখানেই কর্মীরা যায় । নেতারা কোথায় থাকবেন, সেটা দল ঠিক করে দেয়। আমরা সেই মত মেনে চলি, ওটাকেই শৃঙ্খলা বলি।'

812
অভিমান হয়!

আগে মোদী বঙ্গ সপরে এসেছিলেন। এবার অমিত শাহ- কোন সভাতেই ডাক পাননি দিলীপ ঘোষ। দিল্লির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে ডাক না পাওয়ায় অভিমান হয় কিনা জানতে চাইলে তিনি পাল্টা সংবাদ মাধ্যমের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কীসের অভিমান? তারপরই তিনি দলীয় শৃঙ্খলার কথা বলেন।

912
অমিত শাহের ঘাঁটি

অমিত শাহ কলকাতায় এলে রাজারহাট-নিউটাউনে একটি ঝাঁ চকচকে বিলাসবহুল হোটেলে ওঠেন। এবারও তিনি থাকবেন সেখানে। এই হোটেলের দূরত্ব দিলীপের বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার। কিন্তু তাও একবারও মুখোমুখি দেখা হবে না বিজেপির চাণক্যের সঙ্গে।

1012
বিজেপিতে কোনঠাসা

বিজেপিতে দিনে দিনে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। দলের বৈঠকের পাশাপাশি দিল্লি থেকে আসা নেতাদের বৈঠকেও ব্রাত্য হচ্ছেন দিলীপ।

1112
২০২৬-এ কোনঠাসা হবেন!

আগামী বছর ভোট। বিজেপির যা পরিস্থিতি তাতে দিনে দিনে কোনঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ। তেমনই মনে করছেন রাজ্য বিজেপির দিলীপ ঘনিষ্টরা।

1212
দল ছাড়বেন দিলীপ?

এই পরিস্থিতিতে দিলীপের দল ছাড়ার জল্পনা তুঙ্গে। যদিও দিলীপ ঘোষ আগেই দল বদলের জল্পনা বাতিল করে দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বিজেপিতেই থেকে যাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories