Crime news: রাস্তার ওপর দিয়ে এক মহিলার কাটামুণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। হাতে ধরা হয়েছে মহিলার চুলের গোছা। টপটপ করে রক্ত পড়ছে মহিলার মুণ্ড থেকে।

রাস্তার ওপর দিয়ে এক মহিলার কাটামুণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। এক হাতে ধরা রয়েছে ধারাল অস্ত্র। অন্য হাতে ধরা হয়েছে মহিলার চুলের গোছা। টপটপ করে রক্ত পড়ছে মহিলার মুণ্ড থেকে। প্রত্যক্ষদর্শীরা দেখে ভয় সিঁটিয়ে গেলেও যুবকের চোখেমুখে আতঙ্কের লেসমাত্র নেই। এই ছবি আজ সকালের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর।

দক্ষিণ ২৪ পরগনার ৬ নম্বর ভরতগড়ের ঘটনা। শনিবার সাত সকালেই এক যুবককে দেখা যায় এক মহিলার কাটামুণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়েচ্ছা। যা উস্কে দেয় নাদিয়ালের স্মৃতি। সেখানেই দাদা পরিবারের সম্মান বাঁচাতে বোনকে খুন করে মণ্ড হাতে করে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল। এখানেও ঠিক সেই ঘটনাই ঘটেছে। যুবকই মহিলার কাটা মুণ্ড হাতে নিয়ে দোলাতে দোলাতে থানায় চলে যায়। বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করেছে যুবককে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন, যে মহিলার কাটামুণ্ড নিয়ে যুবক ঘুরে বেড়াচ্ছে সেই মহিলা ওই যুবকের সম্পর্কে বৌদি। অভিযুক্তের নাম বিমল মণ্ডল। । প্রাথমিকভাবে পুলিশের অনুমান চপার দিয়ে খুন করা হয়েছে। ধড় আর দেহ আলাদা করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই গোটা এলাকায় আতঙ্ক রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে পুলিশ।

তবে কী করে দিনের আলোয় এক পুরুষ এক মহিলার মুণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই ঘটনা যখন ঘটছিল তখনই অনেকে ভয় আর আতঙ্কে জনালা দরজা বন্ধ করে দিয়েছিল। এলাকার অনেকেই এখনও ট্রমায় রয়েছে।

সবিস্তারে আসছে...