এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তুলোধোনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘’তৃণমূল যেভাবে এসআইআর নিয়ে সরব হয়েছে, তার বিরোধিতা করলেন। একইসঙ্গে তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গ একমাত্র ধর্মশালা, যেখানে অভারতীয়রা খাটিয়া পেতে আরামে শুয়ে থাকে।''
25
কী বললেন মিঠুন চক্রবর্তী?
শনিবার হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মীসভায় যোগ দেন। উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা। এদিন তিনি এসআইআর নিয়ে বলেন যে, ‘’রাজ্যে এসআইআর লাগু হতেই শাসক দল ভয় পেয়েছে। পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে। তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে।''
35
তৃণমূলকে তীব্র কটাক্ষ মিঠুনের
তিনি আরও বলেন, ‘’এসআইআর-এর মাধ্যমে কোনও ভারতীয় মুসলিমকে বে-নাগরিক করার চেষ্টা করা হচ্ছে না। যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্যে এত দরদ কিসের ? আমার কিন্তু তাদের প্রতি কোনও সহানুভূতি নেই।''
সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যে আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘’এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তৃণমূল এস আই আর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।''
55
মিঠুনের রোষানলে অভারতীয় সংখ্যালঘুরা
তিনি আরও বলেন, ‘’২০২৬ বিধানসভা নির্বাচন আমাদের কাছে অ্যাসিড টেস্ট। যেমন প্রত্যেকটা নির্বাচনই অ্যাসিড টেস্ট হয়। তবে আমরা লড়াই করব।'' অন্যদিকে আগামী ৪ নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এস আই আর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয়েছে কলকাতায়। এদিন তিনি ওই মিছিলকে কটাক্ষ করে বলেন, ‘’অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে ?''