ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে শুভেন্দু অধিকারীরা, মমতার তীব্র সমালোচনাও

Published : Feb 28, 2025, 04:18 PM IST
BJP leader with Suvendu Adhikari  goes to Election Commission over voter list issue bsm

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে যা বলেছেন সম্পূর্ণ বেআইনি তিনি বলতে পারেন না বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১৪ জন বিধায়ক ও রাজ্য বিজেপি নেতা শিশির বাজোরিয়া দেখা করলেন রাজ্যের নির্বাচন কমিশনিয়ারের সঙ্গে । তাঁরা নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে একটি চিঠিও দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মমতার মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রামণের বিষয়ে নিন্দা করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্তিয়ার বহির্ভূত মন্তব্য করেছেন। শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যা বলেছেন, তা বেআইনি। মুখ্যমন্ত্রী এজাতীয় মন্তব্য করতে পারেন না।

মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যা বলেছেন সম্পূর্ণ বেআইনি তিনি বলতে পারেন না বলেও জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও বলেন, মমতার এজাতীয় মন্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ARO,DMদের ভয় দেখিয়েছেন। সেটা মমতা করতে পারেন না। শুভেন্দু আরও বলেন, ভোটার লিস্ট কে আবর্জনা মুক্ত করতে বলছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হিন্দি ভাষী ও মতুয়াদের টার্গেট করছে। শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী হরিয়ানা গুজরাট ভোটারদের নিয়ে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা । ইলেকশন কমিশন বলেছে কিছু ত্রুটির জন্য এপিক কার্ডের নম্বর এক হয়ে গেছে। কিন্তু নাম আলাদা ওটা ঠিক হয়ে যাবে।

গত শনিবার মনোজ পন্থ নবান্ন থেকে আদার ও ভোটার কার্ড নিয়ে রাজ্যের ডিএম ভিডিওতে নিয়ে বৈঠক করেছে ভার্চুয়ালি। ব এটা তিনি করতে পারেন না আমরা মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো বলেও জানিয়েছেন বিজেপি নেতারা। শুভেন্দুদের কথায়, 'রাজ্যের নটি জেলায় ভুয়ো ভুতুড়ে ভোটের নাম ঢুকানো হয়েছে আমরা চব্বিশে লোকসভার আগে ১৫ হাজার পাতার কপি নির্বাচন কমিশনার জমা দিয়েছি সেখানে ১৬ লক্ষ ভোটার আছে। নির্বাচন কমিশন ৮ লক্ষ বাদ দিয়েছে।'

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা থেকে ২০ হাজার হিন্দি ভাষীলোক আছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকরী। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী দিল্লি ঝাড়ু পার্টির হারের পর এই রাজ্যে তিনি ভয় পাচ্ছেন সেটা ভালো লাগছে। মুখ্যমন্ত্রীর বন্ধু, স্ট্যালিন পোস্ট অফিসে হিন্দি লেখা কে কালি দিয়ে মুছে দিচ্ছে ক্ষমতা থাকলে উর্দু ভাষাতে মুছে দেখান পারবেন তো । শুভেন্দুর আরও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংবিধানিক পদকেই কালিমালিপ্ত করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে
Today live News: Share Market Today - মঙ্গলবারের বাজারের প্রাথমিক লেনদেন পতনের ইঙ্গিত! এর মাঝে কোন স্টকে আজ নজর রাখবেন?