'আইএ-এর যুগে যা খুশি বানানো যায়, ছবি বিকৃত করা হয়েছে', দলবদলের জল্পনা নিয়ে মুখ খুললেন হিরণ

তবে কি দলবদলুদের দলে নাম লেখাতে চলেছেন হিরণও। শনিবার সাংবাদিক বৈঠক করে সেবিষয় যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন খড়্গপুরের বিধায়ক। উল্লেখ্য এর আগে শুক্রবার বিরধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

দলবদলের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যয়। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের সাক্ষাতের জল্পনা ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক মহলে। পাশাপাশি হিরণের টুইটার অ্যাকাউন্ট থেকে দলের নাম সরানোকে কেন্দ্র করে আরও মজবুত হয় জল্পনা। প্রশ্ন উঠেছিল তবে কি দলবদলুদের দলে নাম লেখাতে চলেছেন হিরণও। শনিবার সাংবাদিক বৈঠক করে সেবিষয় যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন খড়্গপুরের বিধায়ক। উল্লেখ্য এর আগে শুক্রবার ধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে হিরণ স্পষ্ট জানিয়ে দেন তিনি বিজেপিতেই থাকছেন। তাঁর ছবি বিকৃত করা হয়েছিল।

আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে অভিষেকের সঙ্গে হিরণের ছবি ঘিরে জোড় জল্পনা সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। তবে শনিবার সাংবাদিক বৈঠকে হিরণ চট্টোপাধ্যায় পরিষ্কার জানান,'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ দেখা ২০২১ সালে। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত একসঙ্গে ঘুরেছি, জেলায় জেলায় প্রচার করেছি, এক হোটেলে থেকেছি, ওঁর বাড়ি, অফিসেও গিয়েছি। কিন্তু ২০২১-এর পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কখনও দেখাও হয়নি।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি প্রসঙ্গে হিরণ বলেন,'আজকের ডিজিটালাইজেশন আর আইএ-এর যুগে যেকোনও জিনিস বানানো সম্ভব। আপনারা ছবির কথা বলছেন? আমি বলছি কাল ভিডিও আসতে পারে।'

Latest Videos

শনিবার সাংবাদিক বৈঠকের আগের দিনই শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন,'হিরণ বাইরে গিয়েছিল। আমার সঙ্গে দেখাও করেছে। ভালো থাকুক। সোমবার আবার দেখা হবে।'

আরও পড়ুন - 

ভাঙরে মিছিলের অনুমতি পেল না সিপিএম, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের পরিকল্পনা

বকেয়া ডিএ-র দাবিতে রাস্তায় সরকারি কর্মচারীরা, দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুমকি

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দেখল বিবিসির বিতর্কিত তথ্যচিত্র, আজই প্রেসিডেন্সিতেও তথ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury