এদিকে এতদিন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণ নিয়ে ছিল জটিলতা। এবার সেই জটিলতা শেষ হচ্ছে। এবছরে লিভ ট্রাভেল কনসেশন বা LTC নিয়ে বিশেষ পদক্ষেপ নিল সরকার। এর দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মীরা। জারি হওয়া বিজ্ঞপ্তি বলছে, এখন থেকে সরকারি কর্মচারীরা আন্দামান ভ্রমণের জন্য বিমানেও যাতায়াত করতে পারবেন। আর সেই ভ্রমণের পুরো ভাড়াই দেবে সরকার।