
Birbhum News: থালা হাতে রাস্তায় আশা কর্মীরা! ভাতা-বকেয়া দাবিতে সিউড়ি ব্লক অফিসে তীব্র বিক্ষোভ
Birbhum News: ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে সরকারের দরজায় আশা কর্মীরা। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বিক্ষোভে যোগ দেন। তাঁদের দাবি মাসিক ১৫ হাজার টাকা বেতন অবিলম্বে কার্যকর করতে হবে। বারবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হয়নি বলে অভিযোগ।