সপ্তাহ শেষ হতে না হতেই ফের গরম! বঙ্গে আর বৃষ্টি ক' দিন? রইল আবহাওয়ার খুঁটিনাটি

Published : Aug 08, 2024, 06:50 AM IST

ফের ফিরবে গরমের দাপট? কতদিন বৃষ্টিপাত চলবে বঙ্গে?

PREV
17
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে বঙ্গজুড়ে। গত সপ্তাহতেও বৃষ্টি ছিল রাজ্যে।

27
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

এই সপ্তাহেও বৃষ্টিপাত জারি থাকবে রাজ্যে। সপ্তাহান্তেও বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই।

37
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

শনি-রবিবারও বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বহাল থাকবে।

47
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

তবে বাতাসে আদ্রতা থাকায়। অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী। গরমের দাপট কমলেও। সামান্য হলেও ঘামতে হবে রাজ্যবাসীকে।

57
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কোণায় কোণায়।

67
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে।  পার্বত্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।

77
কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

এখনই উঠছে না রোদ। রাজ্যের প্রতিটি কোণে দেখা দেবে মেঘলা আকাশ মাঝে মধ্যে উঁকি দেবে রদ্দুর।

click me!

Recommended Stories