মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়া নিয়ে স্বস্তি সরকারি কর্মীদের, বিচারপতি অমৃতা সিংহার নির্দেশে প্রকাশ পাবে রিপোর্ট

Published : Jun 17, 2025, 08:29 PM IST

কলকাতা হাইকোর্ট ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত ব্যাপারে একটি বড় নির্দেশ দিয়েছে। বলা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকশ করার জন্য। 

PREV
112
কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ

কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব রাজ্যের সরকারি কর্মীরা। এবার তাদের প্রতীক্ষার অবসান হতে পরে।

212
কলকাতা হাইকোর্টের নির্দেশ

কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত ব্যাপারে একটি বড় নির্দেশ দিয়েছে। বলা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকশ করার জন্য।

312
বিচারপতি অমৃতা সিনহা

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন

412
মামলাকারী

ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মামলাটি করেছেন। তাতেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যা রাজ্যের সরকারি কর্মীদের আশার আলো দেখাচ্ছে।

512
আদালতের নির্দেশ

ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলইনে আপলোড করতে হবে। আর রিপোর্টের একটি কপি মামলাকারী ও ইউনিটি ফোরামকে হস্তান্তর করতে হবে।

612
আদালতের মন্তব্য

এই মামলায় আদালত জনিয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণএকটি নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিতই নয়, বরং কর্মীদের প্রতি এটি এক ধরনের অবিচার।

712
কর্মীদের অধিকার

মামলাকরী দেবপ্রসাদ হালদার জানিয়েছে, প্রায় এক দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্যই অপেক্ষা করে রয়েছেন। তাদের মতে এই রিপোর্টে কর্মীদের মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়া সংক্রান্ত গুরুত্ব তথ্য রয়েছে।

812
উপকৃত হবেন সরকারি কর্মীরা

সরকারি কর্মীরা জানিয়েছেন,তাঁরা দীর্ঘ দিন ধরেই এই রিপোর্টের অপেক্ষায় ছিলেন। এই রিপোর্টের সঙ্গে তাঁদের আর্থিক অবস্থা অনেকটাই জড়িয়ে রয়েছে।

912
নৈতিক জয়

ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গড়িমসি করায়, তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবেই দেখছে।

1012
রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য

শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানা, আদালতের নির্দেশ পেলেই তাঁরা এই রিপোর্ট প্রকাশ করতে প্রস্তুত। মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।

1112
কর্মীদের আশা

কর্মীদের আশা খুব তাড়াতাড়ি সরকার এই রিপোর্ট প্রকাশ করবে।

1212
বকেয়া ডিএ

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এখনও রাজ্য সরকার এখনও সেই সংক্রান্ত কোনও নির্দেশ জারি করেনি।

Read more Photos on
click me!

Recommended Stories