- Home
- West Bengal
- West Bengal News
- Monsoon in Bengal: বঙ্গ জুড়েই এবার বর্ষা! আজ রাত থেকেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Monsoon in Bengal: বঙ্গ জুড়েই এবার বর্ষা! আজ রাত থেকেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Monsoon in Bengal:কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার মাঝরাত থেকেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কলকাতা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত সময়ের অনেক পরেই বঙ্গে এল বর্ষা।

মেঘলা আকাশ
আষাড় মাসের দ্বিতীয় দিনেই গোটা রাজ্য ঢুকে পড়ল বর্ষা। তেমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
বর্ষার বৃষ্টি
সোমবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার মাঝরাত থেকেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কলকাতা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত সময়ের অনেক পরেই বঙ্গে এল বর্ষা।
উত্তরে আগেই বর্ষা
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে উত্তরবঙ্গে আগেই ঢুকেছিল বর্ষা। কিন্তু প্রতিকূল অবস্থা ছিল না। তাই গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে পারেনি দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু।
আলিপুর হাওয়া অফিসের বার্তা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিন্মচাপ অঞ্চল তৈরি হয়েছে।
আগামী দিনের আবহাওয়া
আলিপুর অফিস জনিয়েছে, আগমী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা।
বুধবারও ভারী বৃষ্টি
মঙ্গলবারের পর বুধবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হলকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভার রয়েছে।
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্ষা ঢোকার সময়
সাধারণত জুন মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা ঢোকে। এবর তারও দুই দিন পরে বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে।
আজ ভারী বৃষ্টি
মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বুধবার ভারী বৃষ্টির সতর্কতা
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।
উত্তরবঙ্গে বর্ষা
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গেছে। মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

