মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করতে হবে, ইডি ও সিবিআইকে নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

মঙ্গলবারই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে আরও একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে মামলা ওঠে।

 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে আরও ঘোরতর সমস্যায় পড়তে পারেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মাণিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামালয় কোনও আর্থিক তছরুপ হয়ে থাকলে ইডিও জেলে গিয়ে মানিক ভট্টাতার্যকে জেরা করতে পারে। প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতেও নিতে পারে ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, যে ব্যক্তি টাকার বিনিময়ে সুবিধে পাইয়ে দিয়েছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

সিবিআই-এর সিটের প্রধান অশ্বিনী শেনভিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই মামলায় দক্ষ আইনজীবীদেক কাছ থেকে দক্ষ অফিসারদের পাঠিয়ে বুঝে নিতে হবে। প্রেসিডেন্সি জেলে গিয়ে দক্ষ অফিসারদের মানিক ভট্টাচার্যকে জেরা করতে হবে। বিচারপতির মন্তব্য , অন্য মামলায় সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে রক্ষাকবচ দিয়েছিল। তা ৯ মাস ধরে বহাল রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল, তদন্ত চালিয়ে গেলেও মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারীরা।

Latest Videos

Manipur Problem: হিংসায় বিধ্বস্ত মণিপুরে নতুন সমস্যা, মায়ানমার থেকে ৭১৮ জন শরণার্থীর অবৈধ প্রবেশ

মঙ্গলবারই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে আরও একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে মামলা ওঠে। মামলাকারী সুকান্ত প্রামাণিকের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল, প্রাথমিকে নিয়োগে দুর্নীতি হয়েছে। নেপথ্যে ছিলেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্যদরের সভাপতি মানিক ভট্টাচার্য। তারপরই বিচারপতি এই মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আজই সন্ধ্যে ৬টায় হবে।

উত্তম কুমারের মৃত্যু বার্ষিকীতে বামেদের আক্রমণ মমতার, বললেন যোগ্য সম্মান দেয়নি সেই দিনের সরকার

এদিন মামলার সময় এক ঘণ্টার মধ্যে অভিজিৎ গঙ্গোপাঝ্যায় সিবিআই-এর সিটের প্রধানকে কলকাতা হাইকোর্টে তলব করেন। কিন্তু তিনি কলকাতার বাইরে থাকায় ভার্চুয়ালি শুশানিতে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৫টায় হয় শুনানি। সেই সময়ই মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Breaking News: রাম নবমী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের, তদন্তের ভার NIA-র হাতেই

গত ১১ অক্টোবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। বয়ানে অসঙ্গতি ও জেরায় অসহযোগিতার কারণ দেখিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও তার আগে রাতভর পলাশিপাড়ার বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দাখিল করেছে তাতেও মানিকের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, চাকরি প্রার্থীদের থেকে বেআইনিভাবে টাকা নিয়েছিলেন। পরিবর্তে তাদের চাকরি দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় গোটা বিষয়টি জানলেও কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তদন্তকারীদের।

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari