প্রভাবশালী তত্ত্বে জামিনের আবেদেন খারিজ অনুব্রত মণ্ডলের, আপাতত থাকতে হবে কারাগারে

Published : Jan 04, 2023, 03:56 PM IST
anubrata mandol

সংক্ষিপ্ত

প্রভাবশালী তত্ত্বে আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আপাতত থাকতে হবে জেলে।

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও একে গুপ্তর ডিভিশেন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল এই মামলাটি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 'তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না'। আর সেই কারণে আপাতত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিধিপতিকে।

অনুব্রত মণ্ডলের জামিনের জন্য আবেদন করে তাঁর আইনজীবী আদালতে বলেছিলেন, এই মামলায় ১৪৫ দিনেরও বেশি সময় হেফাজতে রয়েছেন অনুব্রত। তবে সিবিআই অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করে। সিবিআই-এর দাবি ছিল, গরুপাচার মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে অনুব্রত। পাশাপাশি এই অভিযোগের তদন্ত যে পথে চলছে তাও সরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তৃণমূল নেতার। সীক্ষাদের প্রভাবিত করার হতে পারে। এই আশঙ্কাগুলি আদালতে প্রকাশ করে সিবিআই-এর আইনজীবী। যদিও অনুব্রতর আইনজীবীর দাবি ছিল তিনি বীরভূমের মধ্যে দিয়ে গরু পাচার করতেন - এমন কোনও তথ্য প্রমাণ সিবিআই-এর হাতে নেই। তবুও কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি একে গুপ্তর ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন না মঞ্জুর করেন।

গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত। সেই থেকেই তিনি রয়েছেন আসানসোল কারাগারে। পরে এই মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত রাজ্য পুলিশের হাতেও গ্রেফতার হন। পরে জামিন পাওয়ায় রামপুরহাট জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় আসানসোল জেলে। যদিও এদিন আদালতে অনুব্রতর আইনজীবীর যুক্তি ছিল এই মামলার অধিকাংশ অভিযুক্তরাই জামিনে মুক্ত। তাহলে কেন তাদের মক্কেলকে আটকে রাখা হয়েছে। আর সেখানেই সিবিআই আইনজীবীর ফের খাড়া করেন প্রভাবশালী তত্ত্ব। যাতে আবারও আটকে যায় অনুব্রতর জামিন।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। সেখানে সিবিআই আইনজীবী অনুব্রত মণ্ডলকে রাজনৈতিক দৈত্য বা পলিটিক্যাল ডায়েন্ট বলে মন্তব্য করেন। বাদী ও বিবাদী পক্ষের সওয়াল জবাবের পর এই মঙ্গলবার রায়দান স্থগিত রাখে আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান করে। সেখানেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

 

আরও পড়ুনঃ

প্রবল ঠান্ডায় হতে পারে শারীরিক সমস্যা, আগামী ৪-৬ দিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না: IMD

মাঘ মাসে এই কাজগুলি অবশ্যই করুন, তাহলে আর্থিক সংকট কাটবে- পুণ্যলাভ হবে

একেই বলে সত্যি প্রেম! স্ত্রীর মৃত্যুর পর লক্ষ টাকা খরচ করে বাড়িতে সিলিকন মূর্তি স্থাপন করলেন স্বামী

 

PREV
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের