বৃষ্টি না হওয়াতেই ঢুকতে পারছে না শীত, কলকাতায় শীতল অনুভূতি প্রকৃতপক্ষে ‘ঠান্ডা’ নয়?

ব্যাপক কুয়াশায় ঢেকে গেছে পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশের ঢাকা শহর। এর মাঝামাঝি ঢাকা পড়েছে গোটা উত্তর ভারত, পশ্চিমবঙ্গ-সহ সমগ্র পূর্ব ভারতও। 

উত্তর ভারতে প্রবল শীতের দাপট। পঞ্জাবে অমৃতসরের সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসে, কানপুরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে প্রায় ১০ ডিগ্রি, লখনউয়ে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জাঁকিয়ে শীত কাঁপুনি ধরিয়ে দিচ্ছে দিনে-দুপুরেও। আবহাওয়াবিদদের মতে, এই ‘কোল্ড ডে’-র জন্য দায়ী হল ঘন কুয়াশা। রাত থেকে এতও গাঢ় কুয়াশা জমাট বাঁধছে, যে সকাল পর্যন্ত রোদের দেখা পাওয়া যাচ্ছে না।

কুয়াশার ব্যাপক ঘনত্বের জেরে শীতের সকালে ট্রেন হচ্ছে লেট, বিমান ওঠা-নামায় দেরির মতো স্বাভাবিক ঘটনা তো ঘটেছেই, তার ওপর বিশেষজ্ঞদের নজর কেড়েছে কুয়াশার বিস্তার। উপগ্রহ চিত্রে দেখা গেছে, কুয়াশার পুরু চাদরে ঢেকে গেছে পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশের ঢাকা শহর। অর্থাৎ এর মাঝামাঝি ঢাকা পড়েছে গোটা উত্তর ভারত, পশ্চিমবঙ্গ-সহ সমগ্র পূর্ব ভারত। এই কুয়াশার বিস্তার ঘটেছে প্রায় ১,৭০০ কিলোমিটার লম্বা অঞ্চল জুড়ে।

Latest Videos

ঘন কুয়াশার জেরেই দিনভর শীত পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে, আবহাওয়াবিদরা বলছেন, এই শীত আসলে ‘নকল’। কারণ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে, অর্থাত্‍ স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। তা সত্ত্বেও, সারা দিন ধরে বেশ ঠান্ডা লাগছে। কুয়াশা গাঢ় হওয়ায় রোদও দেখা যায়নি ভালো করে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে মাত্র ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে।

মৌসম ভবনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “সম্প্রতি একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত থেকে সরে গেছে। ফলে, বর্তমানে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তাপমাত্রা কম থাকায় সেই জলীয় বাষ্পই সকালে কুয়াশায় পরিণত হচ্ছে। এতও ঘন কুয়াশা ঠেলে সরাতে পারছে না উত্তুরে হাওয়া।” তিনি আরও বলেন, ‘‘বৃষ্টি হলে জলীয় বাষ্প ধুয়ে যেত। উত্তুরে হাওয়া জোরদার হত, এমন দীর্ঘ অঞ্চল জুড়ে কুয়াশাও থাকত না।’’

তবে, আবহাওয়া দফতর জানাচ্ছে যে, ধীরে ধীরে এই কুয়াশার প্রভাব অনেকটা কমবে, ফলত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে হতে পারে মরসুমের শীতলতম দিন। তখন কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রার পারদ নেমে যেতে পারে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন-
আজই গঙ্গাসাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রোজেক্টের উদ্বোধন

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury