সংক্ষিপ্ত
উত্তর -পশ্চিম ও পূর্ব ভারতে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। এই অবস্থা আরও কয়েক দিন বজায় থাকবে। আবহাওয়া কারণে শারীরিক সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
দেশের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া আগামী ৪-৫ দিনের জন্য খুব একটা স্বাভাবিক থাকবে না। উত্তর-পশ্চিম ভারতে ঘন কুশায়া দেখা যাবে। সঙ্গে তাপমাত্রার পারদ অনেকেটাই নিচে নেমে যেতে পারে বলেও মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে। ঘন কুয়াশার পাশাপাশি তারা আহাওয়ার জন্য মানষের শরীর খারাপ হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে মৌসম ভবন।
কুয়াশার সতর্কতা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪-৫ দিন আবাহওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। ইন্দো-গাঙ্গেটিক সমভূমিকে কুয়াশার একটি ঘন স্তর বজায় রয়েছে। এই অবস্থায় আগামী কয়েক দিন বজায় থাকবে। এই এলায়া ঘন কুয়াশার কারণে ব্যবহত হতে পারে যোগাযোগ ব্যবস্থা। হাওয়া অফিসের আশঙ্কা আগামী কয়েক দিন উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে সকালের দিকে বিমান চলাচল ব্যহত হতে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রেল ও সড়ক পথে যোগাযোগ ব্যবহাত হবে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বিদ্যুতের লাইন ট্রিপিংয়ের বিষয়েও সতর্ক করেছে।
স্বাস্থ্য সমস্যা
প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বলেছে ,আবহাওয়ার জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাদের হাঁপানি ও ব্রঙ্কাইসের সমস্যা রয়েছে তাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিতে পারে। প্রবল কাশি হতে পারে। এজাতীয় সমস্যা এড়াতে প্রয়োজনীয় ওষুধ ও জল সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দীর্ঘ ভ্রমণের সয়ম অবশ্যই ওষুধ সঙ্গে রাখা জরুরি বলেও জানিয়েছে।
তাপমাত্রার পারদ নিন্মগামী
আইএমডি তথ্য অনুযায়ী মঙ্গলবার হিমালয়ের কনকন ঠান্ডা হাওয়ার কারণে দিল্লির বেশ কিছু এলাকার তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্জাবের বেশ কিছু এলাকায় প্রবল ঠান্ডা রয়েছে। ছত্তিশগড়, চণ্ডীগড় উত্তর প্রদেশ বিহারের বিস্তীর্ণ এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে প্রবল কুয়াশার কারণে বেশ কিছু এলাকায় যান চলাচল ব্যহত হয়। দেরিতে চলে ট্রেনও।
শীতের দিন
হাওয়া অফিসের নিয়ম অনুযায়ী উত্তর ভারতের কনকনে ঠান্ডার দিন মুলত ধরা হয় তাপমাত্রার পারদ যখন ১০ ডিগ্রি সেলসিয়াসের কম হয়। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি কম থাকে। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আসেপাশে।
আইএমডির মতে ঘন কুয়াশা তখনই বলা হবে যখন দৃশ্যমানতা ০-৫০ মিটারের মধ্যে থাকবে। আ ৫১-২০০ মিটারের থাকলে তাকে বলা হবে ঘন কুয়াশা। মাঝারি কুয়াশায় মূলত দৃশ্যমানতা থাকে ২০১ - ৫০০ মিটার।
মূলত সমতল ভূমিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় , যখন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে যায় বা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি কম হয়। নূন্যতম তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে প্রবল শৈত্য প্রবহের বলে দাবি করা হয়।''
আরও পড়ুনঃ
মাঘ মাসে এই কাজগুলি অবশ্যই করুন, তাহলে আর্থিক সংকট কাটবে- পুণ্যলাভ হবে
চলতি মাসে বিজেপির দুই দিনের শীর্ষ বৈঠক, মেয়াদ বাড়তে পারে জেপি নাড্ডার
দিল্লির কানঝাওয়ালার মহিলার কি যৌন হেনস্থা হয়েছিল? সামনে এল অটোপসি রিপোর্ট