মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিএ আন্দোলনকারী, উভয় পক্ষকেই অবস্থান ভাঙার জন্য বিশেষ নির্দেশ দিল হাইকোর্ট

এই পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। এমন অবস্থায় হাল ধরতে সরাসরি দুই পক্ষের মাঝে এসে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট।

Web Desk - ANB | Published : Apr 6, 2023 9:11 AM IST

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের দাবির প্রতি সহানুভূতি দেখাননি, উলটে তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর এই বিরূপ আচরণে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন কর্মীরা। ফলে, এই পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। এমন অবস্থায় হাল ধরতে সরাসরি দুই পক্ষের মাঝে এসে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট। ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মচারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, উভয়কেই নিজের অবস্থান ভেঙে সমস্যার সমাধান করার নির্দেশ দিল আদালত।

ডিএ আন্দোলনকারী এবং রাজ্য সরকারের পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে সরকারি কর্মীদেরসঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসবেন সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্য। দীর্ঘ দিন ধরে সরকারের কাজ করেও কেন্দ্রীয় হারে প্রাপ্য ডিএ পাচ্ছেন না বলে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আরেকদিকে, প্রাপ্য ডিএ না পাওয়ায় তাঁরা যে কর্মবিরতির ডাক দিয়েছেন, তার প্রভাবে একাধিক সরকারি প্রতিষ্ঠানের কাজে ব্যাঘাত ঘটছে এবং রাজ্যের প্রভূত আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সরকার পক্ষের আইনজীবী। এর প্রতিবাদেই হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

Latest Videos

সেই মামলাতে বৃহস্পতিবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৭ এপ্রিল কর্মচারী সংগঠনের তিন সদস্যের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে। সেই আলোচনায় যাতে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ডিএ সংক্রান্ত জটিলতার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। অন্যদিকে, আন্দোলনরত সরকারি কর্মীদের উদ্দেশ্যেও কোর্টের মন্তব্য, কর্মবিরতি না ডেকে অন্য পথেও আইনি পদক্ষেপ নিয়ে ডিএ-র দাবি জানানো যেত।

আরও পড়ুন-

সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার রিল ভিডিও করায় আপত্তি, ১৯ বছরের তরুণীর আত্মহত্যার দায়ে গ্রেফতার প্রেমিক
Viral Video: নিজের মুখের ভেতরেই একের পর এক গুলি করলেন নিরাপত্তারক্ষী! কী ঘটল তারপর?
মানুষের আসল ধর্ম কী? বিশেষ কয়েকটি শিক্ষার মাধ্যমে আমাদের বলে গেছেন ভগবান হনুমান
PM Modi News: অস্কার বিজয়ী 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর সাক্ষী নরেন্দ্র মোদীও, ৯ এপ্রিল নীলগিরিতে প্রধানমন্ত্রী

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর