চন্দননগর কানাইলাল পল্লীতে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ

Published : Oct 28, 2025, 10:30 PM ISTUpdated : Oct 28, 2025, 10:39 PM IST
Jagadhatri Puja

সংক্ষিপ্ত

Chandannagar Jagadhatri Puja 2025: চন্দনননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। এবারও জাঁকজমকপূর্ণভাবেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা। ফলে চন্দননগরে আতঙ্ক ও দুঃখ ছড়িয়ে পড়েছে।

DID YOU KNOW ?
বিশ্বের সবচেয়ে বড় মণ্ডপ
এবারের জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মণ্ডপ। কিন্তু সেই মণ্ডপই ভেঙে পড়ল।

Chandannagar Jagadhatri Puja Accident: চন্দননগর কানাইলাল পল্লীতে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ। তারই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ, প্রশাসনের মৌখিক ও লিখিত অনুমোদন না মেনেই তৈরি করা হয়েছিল বিশালাকার জগদ্ধাত্রী পূজার মণ্ডপ। ‘বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী’, এই স্লোগানকে সামনে রেখেই কানাইলাল পল্লী পূজা কমিটি গড়ে তুলেছিল প্রায় ৭০ ফুট উচ্চতার এক বিশাল মণ্ডপ। দর্শনার্থীদের চমকে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল। মণ্ডপের সামনে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এক বিশাল আকারের জগদ্ধাত্রী প্রতিমা। কিন্তু অতিরিক্ত উচ্চতা ও দুর্বল কাঠামোর কারণে মঙ্গলবার সন্ধেবেলা সামান্য বাতাসেই আচমকা পুরো মণ্ডপ ভেঙে পড়ে। এর ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত কয়েকজন দর্শনার্থী

মণ্ডপ ভেঙে পড়ার সময় সময় সেখানে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। দুর্ঘটনায় আহত হন অন্তত সাত জন। প্রশাসন সূত্রে এমনই জানা গিয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় চন্দননগর পুলিশের বিশাল বাহিনী ও প্রশাসনের আধিকারিকেরা। আহতদের দ্রুত উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণ্ডপের নীচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এই ঘটনা ঘিরে সারা চন্দননগর ও মানকুণ্ডু জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

দর্শনার্থীদের জন্য বন্ধ মণ্ডপ

ঘূর্ণিঝড় মোন্থার (Cyclone Montha) প্রভাবে মঙ্গলবার বিকেলের দিক থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। খুব বেশি গতিতে না হলেও, ঝোড়ো বাতাস বইতে শুরু করে। গঙ্গার তীরবর্তী শহর চন্দননগর। সেখানে আবহাওয়ার কারণেই মণ্ডপ ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ আপাতত দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দিয়েছে। তবে এই মণ্ডপে পুজো চলছে। মণ্ডপের কাঠামো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ-প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০
চন্দনননগরে ভেঙে পড়ল ৭০ ফুট উচ্চতার মণ্ডপ।
মঙ্গলবার সন্ধেবেলা চন্দননগরে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো মণ্ডপ।
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, ছাব্বিশের ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়