Jagadhatri Puja 2025: সোমবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। আলোর মালায় সেজে উঠেছে হুগলি জেলার গঙ্গা তীরবর্তী শহর চন্দননগর। তবে শুধু চন্দননগরেই নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও জগদ্ধাত্রী পুজো হয়।

Kolkata Jagadhatri Puja 2025: চন্দননগরের জগদ্ধাত্রী পুজা বিখ্যাত তার জমকালো প্রতিমা, চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং বিশাল শোভাযাত্রার জন্য। যা দুর্গাপুজার মতোই পাঁচ দিন ধরে চলে। এই পূজার মূল আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জনের সময় শহর জুড়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোকসজ্জার প্রদর্শনী। এখানকার পূজা শুধু চার দিনের না হয়ে দুর্গাপূজার মতোই পাঁচ দিনের হয়। তবে যাঁরা কৃষ্ণনগর বা চন্দননগরে যেতে পারবেন না তাঁরা কি বঞ্চিত হবেন এই আমেজ থেকে? মোটেই না। খাস কলকাতাতেই রয়েছে শতাব্দী প্রাচীন কিছু জগদ্ধাত্রী পুজো। রইল তার হদিশ।

কলকাতার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো কোনগুলি?

  • কলেজ স্ট্রিটের এলাকার মদন গোপাল দে বাড়ির পুজো:- চন্দননগর থেকে শুরু হয়েছিল এই পুজো। তবে পরিবারের পৈতৃক ভিটেতে এখনও বৈষ্ণব রীতিতে হয় জগদ্ধাত্রী পুজো। শোনা যায়, স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন মদন গোপাল দে। প্রায় ১৩০ বছরের পুরনো এই পুজোয় এখনও চালু রয়েছে ধুনো পোড়ানোর প্রথা।
  • চোরবাগান মৈত্র বাটির পুজো:- কথিত আছে, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এই বাড়ির নামকরণ করেছিলেন। মায়ের পুজো এখানে প্রায় ২৫০ বছরের পুরনো। মাঝে একবার মাত্র পুজো বন্ধ ছিল বলে শোনা যায়। এই বাড়ির পুজোয় মা জগদ্ধাত্রীর দু'পাশে জয়া এবং বিজয়ার মূর্তি দেখা যায়।
  • শোভাবাজারের বটকৃষ্ণ পালের বাড়ির পুজো :- জানা যায়, হাওড়ার শিবপুর থেকে কলকাতাও এসে ওষুধের দোকান শুরু করেন বটকৃষ্ণ পাল। প্রায় শতাব্দী প্রাচীন এই পুজোর বয়স। এখানে তামার তৈরির চালচিত্রে সোনা এবং রূপোর প্রলেপ বিশেষভাবে নজর কাড়ে।
  • ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ির পুজো:- দুর্গাপুজোর জন্য জনপ্রিয় এই বনেদি বাড়িতে প্রায় ২০০ বছর ধরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কাঠের সিংহাসনে আসীন অবস্থায় রয়েছেন মা। এখানে তান্ত্রিক মতে পুজো হয়। তবে ভোগ হয় নিরামিষ।

সোমবার শুরু জগদ্ধাত্রী পুজো

রবিবার পঞ্চমী। সোমবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। চন্দননগরে পাঁচ দিন পুজো হলেও, কলকাতায় এতদিন ধরে পুজো হয় না। তবে তাতে জাঁকজমক কিছুমাত্র কম হয় না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।