সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মান পেয়ে আল্পুত মুখ্যমন্ত্রী। এই সম্মান তিনি সাধারণ মানুষকে উৎসর্গ করলেন বলেও জানিয়েছেন তিনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি'লিট দিল জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে ডি'লিট সম্মান তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচার্য ফাদার রাফায়েল জে হাইডর-এর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে সম্মান তুলে দিলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর অবদান এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান তুলে ধরা হল বিশ্ববিদ্যালয়। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মান পেয়ে আল্পুত মুখ্যমন্ত্রী। এই সম্মান তিনি সাধারণ মানুষকে উৎসর্গ করলেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার ৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এদিন মোট ৭৭০ জন পড়ুয়ার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানেই বিশ্ববিদ্যালয় তথা শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের জন্য সাম্মানিক ডি'লিট তুলে দিল বিশ্ববিদ্যালয়। এই দিনই সেন্ট জেভিয়ার্সের নবনির্মিত প্রশাসনিক ব্লকটির উদ্বোধন করা হয়।
সাম্মানিক ডি'লিট গ্রহণ করে কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?
সেন্ট জেভিয়ার্সের কাছ থেকে সাম্মানিক ডি'লিট গ্রহণ করে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'আমি আবেগতাড়িত, আপ্লুত। সেন্ট জেভিয়ার্স পরিবারকে কৃতজ্ঞতা জানাই। এই সম্মান পেয়ে আমি অভিভূত। আমি আপনাদেরই লোক। আমি একজন সাধারণ মানুষ। তাই এই সম্মান আমি মানুষকেই উৎসর্গ করতে চাই।'
গত বছরই সেন্ট জেভিয়ার্সের ভাইস চ্যান্সেলর ফাদার ফেলিক্স রাজ বলেছিলেন এই বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডি'লিট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। তাঁর কথায়,'সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ওঁর অবদানের জন্য আমরা এই সম্মান তাঁকে দেব। পশ্চিম বঙ্গের অনেক বিশ্ববিদ্যালয়ের জন্যই ওঁর অবদান রইয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর অবদান রয়েছে।'
পড়ুন -
সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ আগুন এক্সাইড মোড়ে টায়ারের শোরুমে, ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন
আজ সুপ্রিম কোর্টে শপথ নেবেন ৫ জন নতুন বিচারপতি, আদৌ কি কমবে অমীমাংসিত মামলার সংখ্যা, উঠছে প্রশ্ন