RG KAR CASE: সিভিক ভলান্টিয়ার নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট? আরজি কর মামলায় কড়া ধমক প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। সিভিক ভালান্টিয়ারনিয়ে রিপোর্ট জমা।

 

Saborni Mitra | Published : Nov 7, 2024 11:15 AM IST / Updated: Nov 07 2024, 05:09 PM IST
111
আরজি কর মামলার শুনানি

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ আরজি কর মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। আরজি কর মামলা শুনছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়াল, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

211
তদন্ত নিয়ে আইনজীবীর দাবি

আরজি কর-কাণ্ডে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আইনজীবী ফিরোজ এন্ডুজি এদিন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঘটনার পর ৯০ দিন কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি নেই।

311
পাল্টা প্রধান বিচারপতির বার্তা

প্রধান বিচারপতি বলেন চার্জশিট দেওয়া হয়েছে। চার্জ গঠন হয়েছে। ট্রায়াল বিচারকের যথেষ্ট ক্ষমতা রয়েছে পুনরায় তদন্ত নিয়ে নির্দেশ দেওয়ার। তিনি তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলতে পারে।

411
রাজ্যের বাইরে মামলা নিয়ে যাওয়ার আর্জি

এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের বাইরে আরজি কর মামলা নিয়ে যাওয়ারও আবেদন জানান এক আইনজীবী। তাঁর কথায় পশ্চিমবঙ্গের বাইরে যে কোনও জায়গায় হোক মামলার শুনানি।

511
প্রধানবিচারপতির পর্যবেক্ষণ

প্রধান বিচারপতি প্রথমে বলেন, বিচার শুরু হতে দিন। মণিপুর থেকেও কিছু মামলা সরান হয়েছিল।

611
প্রধান বিচারপতির ধমক

এক আইনজীবী বলেন, তা 'পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন।' তাতেই সুপ্রিম কোর্ট বলে, 'আপনি কার হয়ে সওয়াল করছেন? শুনে মনে হচ্ছে কোর্টে এখন ক্যান্টিনের মত গল্প চলছে। '

711
সিভিক ভলান্টিয়ার ইস্যু

আগের শুনানিই সিভিক ভলান্টিয়া নিয়ে সরব হয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যেকে ৬টি প্রশ্ন করছিল সিভিক নিয়ে। সেগুলির উত্তর হলফনামা আকারে জমা দিতেও নির্দেশ দিয়েছিল।

811
তিন দিন আগে হলফনামা পেশ

সিভিক ভলান্টিয়ার ইস্যুতে রাজ্য সরকার তিন দিন আগেই হলফনামা দাখিল করেছিল সুপ্রিম কোর্টে।

911
হল না শুনানি

প্রধান বিচারপতি বলেন, 'সিভিক ভলান্টিয়ার নিয়ে আমাদের কাছে রিপোর্ট জমা পড়েছে। বৃহস্পতিবার এই বেঞ্চে অন্য মামলাও রয়েছে। তাই পরবর্তী দিন এই নিয়ে শুনানি হবে।'

1011
NTF রিপোর্ট

এদিন অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে ন্যাশানাল টাস্ক ফোর্ট। এই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মখ্যসচিব ওই রিপোর্ট দেখে কোনও পরামর্শ দিতে চাইলে তা দিতে পারেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

1111
সিবিআই-এর স্টেটাস রিপোর্ট

আরজি করের ঘটনার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সুপ্রিম কোর্ট জানিয়েছে চার সপ্তাহ পরে আবারও তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos