'দাদাগিরি' সিভিক ভলান্টিয়ারের! টাকা না পেয়ে মারধর, ভিডিয়ো ভাইরাল হতেই পেল উচিত শিক্ষা

Published : Mar 07, 2025, 04:48 PM IST
RG Kar Case  wb govt submits affidavit in Supreme Court on recruitment of civic volunteers bsm

সংক্ষিপ্ত

অভিযোগ, তিন সিভিক ভলান্টিয়ার গাড়িটি আটকান । তারা নাকি ১ হাজার টাকা দাবি করেন। অভিযোগ, চালক ৫০০ টাকা দিতে চাইলেও সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিক ভলান্টিয়াররা। এরপর চালককে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।

মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলান্টিয়ারদের 'দাদাগিরি'র অভিযোগ ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার বিকেলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক গাড়িচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন গাড়িচালক রুহুল আলি। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িচালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন। সঙ্গে ছিলেন গাড়ির মালিকও। অভিযোগ, তিন সিভিক ভলান্টিয়ার গাড়িটি আটকান ভেলাবাড়ি নাকা পয়েন্টে । তারা নাকি ১ হাজার টাকা দাবি করেন চালকের কাছে। অভিযোগ, চালক ৫০০ টাকা দিতে চাইলেও সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিক ভলান্টিয়াররা। এরপর চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । রুহুল আলির হাতে আঘাত লাগায় তার চিকিৎসা চলে। এই ঘটনার একটি ভিডিয়ো (যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক গাড়িচালককে চৌকির ওপর ফেলে মারধর করছেন ২ জন সিভিক ভলান্টিয়ার । পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও ১ জন। ভিডিও রেকর্ড করার সময় ওই সিভিক ভলান্টিয়ার লরির খালাসির দিকে তেড়ে যান। এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে সমাজের বিভিন্ন স্তরে।

মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলান্টিয়ারের এই ‘দাদাগিরি’র ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে পড়েছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর মিলেছে, অভিযুক্ত ৩ সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে মালদার পুলিশ সুপারকে দেওয়া হরিশ্চন্দ্রপুর থানার আইসি-র রিপোর্টের ভিত্তিতে । দিন দিন সিভিক ভলেন্টিয়ারদের উদ্ধত্যের এই ছবি যথেষ্ট নিন্দনীয় বলে জানিয়েছেন সমাজের নানাক্ষেত্রের ব্যক্তিত্বরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না