আসানসোলে নবম শ্রেণীর পড়ুয়াকে গণধর্ষণ! ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

Published : Apr 06, 2024, 10:46 AM ISTUpdated : Apr 06, 2024, 10:51 AM IST
Asansol

সংক্ষিপ্ত

নবম শ্রেণীর পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! উত্তপ্ত আসানসোলের বারাবনি

আসানসোল: নবম শ্রেণীর পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! আসানসোলের বারাবনি থানা এলাকার ঘটনা। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ৭ যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৫ অভিযুক্ত বীরভূমের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধিও পকসো আইনের একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। ১৫ বছরের ওই নির্যাতিতা আপাতত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। সেখানে তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে শৌচকর্ম করতে যায় ওই ১৫ বছরের পড়ুয়া। সেখানেই তার উপর হামলা করা হয়। গ্রামে ৭ দিন ব্যপি একটি মেলা চলছিল। সেই সময় সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় জনা সাতেক মেলার হকার। তারপর বহুক্ষণ পড়ুয়াটি বাড়িতে না ঢোকার কারণে তাকে খোঁজাখুঁজি করা হয়। এরপর মেলা কমিটিকে বলার পরও খোঁজ মেলিনি তার।

কিছুক্ষণ পরে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় পড়ুয়াকে। সঙ্গে সঙ্গে বারাবনি থানায় খবর দেয় পরিবারের লোক। পরে শুক্রবার সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ২জনকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

এ প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (হীরাপুর) ঈপ্সিতা দত্ত জানান, “নবম শ্রেণির পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। এদিন থানার সামনে বিক্ষোভও দেখান বাউরি সম্প্রদায়ের মানুষ।

PREV
click me!

Recommended Stories

Sandeshkhali Accident : 'বাবাকে ফলো করছিল লরিটা' লরির চালক শাহজাহানের কে হয়? বলেদিলেন ভোলা ঘোষের ছেলে!
West Bengal SIR News: এক ভোটার কার্ডে একাধিক মানুষ! ফর্ম জমা করতেই ফাঁস ভয়াবহ গরমিল