West Bengal Winter Update: শীতলতম দিনের সাক্ষী রেখেই বর্ষবরণ শহরে। কনকনে ঠান্ডায় শহর কলকাতা থেকে শহরতলিতে পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে- বর্ষবরণে কুয়াশা বাড়বে দক্ষিণবঙ্গে। কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। নতুন বছরের প্রথম দিন ঘন কুয়াশার ঘনঘটা বজায় থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল কুয়াশার ঘনঘটা থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে।
25
তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কবে থেকে?
পশ্চিমী ঝঞ্চায় তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা। কাল পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবার বাড়বে তাপমাত্রা তারপর দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। উইকেন্ড এর মধ্যে কলকাতায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারা পতনের আশঙ্কা।
35
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় শনিবারের মধ্যে মধ্যে তুষারপাতের ও সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে দার্জিলিং এর হাই অলটিচিউট দিয়ে। এর প্রভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।
55
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ
জমিয়ে শীতের আমেজ কলকাতায়। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। সামান্য তাপমাত্রা বাড়বে। তবু ১১ ডিগ্রি সেলসিয়াস-এর ঘরেই পারদ। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামীকাল কুয়াশার প্রভাব বাড়বে। মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। আগামী দু তিন দিন তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা উইকন্ডে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।