বছরের শেষে জমিয়ে ঠান্ডা পড়েছে শহরে। শেষ কদিন ধরে জমিয়ে ব্যাটিং করেছে কনকনে শীত। রাজ্যের প্রায় সকল জেলাজুড়ে ছিল শীতের আমেজ। বছরের শেষে উত্তরের ঠান্ডাকে সমানে সমানে টেক্কা দিয়েছে পশ্চিমের জেলাগুলো। দার্জিলিং-র কাছাকাছি ঠান্ডা পড়েছিল বাঁকুড়াতে। দার্জিলিং-র সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৬.৫ ডিগ্রি।