কলকাতায় পারদ ১০ ছুঁইছুঁই, সত্যিই কি বরফ পড়বে কলকাতায়? প্রকাশ্যে আবহাওয়া নিয়ে নয়া আপডেট

Published : Jan 01, 2026, 10:26 AM IST

বর্ষশেষে রেকর্ড ঠান্ডায় কাঁপছে বাংলা, ৭ বছরে শীতলতম দিন দেখল কলকাতা। বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস থাকলেও, ৫ জানুয়ারির পর থেকে নতুন করে শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে রাজ্যের একাধিক জেলা।

PREV
15

বছরের শেষে জমিয়ে ঠান্ডা পড়েছে শহরে। শেষ কদিন ধরে জমিয়ে ব্যাটিং করেছে কনকনে শীত। রাজ্যের প্রায় সকল জেলাজুড়ে ছিল শীতের আমেজ। বছরের শেষে উত্তরের ঠান্ডাকে সমানে সমানে টেক্কা দিয়েছে পশ্চিমের জেলাগুলো। দার্জিলিং-র কাছাকাছি ঠান্ডা পড়েছিল বাঁকুড়াতে। দার্জিলিং-র সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৬.৫ ডিগ্রি।

25

তেমনই কল্যাণীতে পারদ নেমেছিল ৭ ডিগ্রিতে। এর মধ্যে পশ্চিমের জেলা বাঁকুরাতে তাপমাত্রার ক্রমাগত পতন হতে থাকে। বাঁকুড়া ও বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। বর্ষশেষে জাঁকিয়ে শীত পড়েছিল বঙ্গে।

35

৭ বছরে ডিসেম্বরে শীতলতম দিন দেখল কলকাতা। ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল পারদ। তাতেই তৈরি হয় নতুন রেকর্ড। উত্তর শহরতলির দমদমে এবার পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে। ক্যানিং ও ঝাড়গ্রামে পারদ নেমেছিল ৯ ডিগ্রিতে। দিঘাতে তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে। এদিকে, উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা।

45

জানা গিয়েছে ৫ জানুয়ারির পর বদল হবে তাপমাত্রা। রবিবার রাত থেকে নিম্নমুখী হতে পারে পারদ। সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী সোমবার ১২ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে র সর্বত্র নতুন করে তৈরি হতে পারে শৈত্য বলয়। এর জেরে ৬ জেলা পড়বে শৈত্য প্রবাহের কবলে।

55

এদিকে আবহাওয়া দপ্তর বলছে, নতুন বছরের প্রথম দিন থেকেই মুড বদলাবে আবহাওয়ার। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তবে বেশ কয়েক বছর পর এমন শীত দেখছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যাবে। জানুয়ারির প্রথম দুই তিন দিনে তাপমাত্রা থাকবে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories