West Bengal Popular Kali Temple: বছরের শুরু মানেই পুজো দিয়ে সব ভালো কিছুর সূচনা করা। আর তাই তো বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ ভক্তদের ঢল নেমেছে কালীপুজো দিয়ে বছর শুরু করার। কোথায় কত ভিড়? দেখুন ছবিতে।।
বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে বৃহস্পতিবার ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। নতুন বছরের মঙ্গল কামনায় দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেন। ফুলের মালা ও আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো তারাপীঠ মন্দির চত্বর। আজ ভোররাত্রি প্রায় ৩টের সময় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ। মন্দির কমিটির নির্ধারিত নিয়ম মেনেই ফুল ও প্রসাদের ডালা হাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দেন।ভক্তসমাগম বেশি হওয়ায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বছরের প্রথম দিনে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভোগে থাকবে ভাত ডাল সবজি পোলাও শোলমাছ পোড়া পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি পায়েশ এবং বলির পাঁঠার মাংস।
25
দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভিড়
বছরের প্রথম দিন তার উপর কল্পতরু উৎসব। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরে ভক্তদের ভিড় চোখে পডা়র মতো। বছরের প্রথম দিন থেকে শেষ দিন যাতে খুব ভালো কাটে তার জন্য সকাল সকাল মায়ের পুজো দিয়েই দিন শুরু করতে দূর দুরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে আন্তর্জাতিক এই তীর্থক্ষেত্রে। সারাদিনই ভক্তদের সমাগমে একেবারে গমগম করছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির।
35
বেলুড় মঠ
কল্পতরু দিবসে বেলুড় মঠে ভক্তদের ঢল। প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর ন্যায় এবছরেও ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উত্সব পালিত হয়। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর কালীবাড়ি মতই প্রতি বছর এই বিশেষ দিনে বেলুড় মঠে ভক্তের ভিড় উপচে পড়ে । সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের সমাগম হ বেলুড় মঠে। এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে । ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি দিয়ে তা শুরু হয় । মূল মন্দিরের সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেব, সারদা,মা ও স্বামী বিবেকানন্দের মন্দিরীয় থাকে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে।
নতুন বছরের শুরুতেই অন্যান্য জায়গাগুলির মতো কালীঘাটের কালী মায়ের মন্দিরে ভক্তদের ভিড় ছিলো প্রচুর। বৃহস্পতিবার সকাল থেকেই মায়ের পুজো দিতে লাইনে দাঁড়িয়ে অধীর অপেক্ষায় ভক্তরা। সব মিলিয়ে বছরের প্রথম দিনেই বিভিন্ন তীর্থক্ষেত্রে ভক্ত সমাগমে ভরে উঠেছে।
55
মালদহের মনস্কামনা কালী মন্দির
মালদায় মনস্কামনা কালী মন্দিরে পূজো দিয়ে নতুন বছর শুরু ভক্তদের। সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা ধরে পুজোর অপেক্ষায় ভক্তরা। প্রচলিত বিশ্বাস হল, এই মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা জানালে তা বিফলে যায় না। এমন বিশ্বাসে ভর করেই মন্দিরমুখী মালদাবাসীর অনেকেই। সাতসকাল থেকে শুরু হয় মন্দিরে ভক্ত সমাগম। এরপর সময় যত গড়িয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে লাইন। গত কয়েকদিন এক নাগাড়ে শৈত্যপ্রবাহের পর আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে মালদায়। ঝলমলে আবহাওয়ায় তরতাজা মানুষজন প্রার্থনা জানিয়েছেন সকলের মঙ্গল কামনায়।