৩০০০ টাকা কাটমানি দিয়েও রূপশ্রীর টাকা হাতে পাননি, দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ

বিয়ের দেড় বছর পরেও হাতে পাননি রূপশ্রী। কিন্তু রূপশ্রীর টাকার জন্য কাটমানি হিসেবে দিতে হয়েছে ৩ হাজার টাকা। আর সেই অভিযোগ দায়ের করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে।

 

Saborni Mitra | N/A | Published : Jan 25, 2025 6:05 PM
110
দুয়ারে ক্যাম্প অভিযোগ

বিয়ের অতিক্রান্ত দেড় বছর, তিন হাজার টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি রূপশ্রীর টাকা, মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া।

210
দুয়ারে সরকার ক্যাম্প

সম্প্রতি শুরু হয়েছে দুয়ার সরকার ক্যাম্প। সেখানেই এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে প্রশাসনিক দফতরে ঘুরে ঘুরে ক্ষয়ে গেছে জুতোর শুকতারা। কিন্তু তারপরেও সুরাহা হয়নি।

310
রূপশ্রীতেও দুর্নীতি

দেড় বছর ধরে দুয়ারে ঘুরে ঘুরেও মেলেনি রুপশ্রীর টাকা। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া। রুপশ্রীর টাকা পাওয়ার জন্য দিতে হয়ে ছিল তিন হাজার টাকা কাটমানি। কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন।

410
মায়ের অভিযোগ

বিয়ের পর দেড় বছর ধরে মেয়ের হক আদায়ের দাবিতে প্রশাসনের দুয়ারে গিয়ে জুতোর শুকতারা খসে গেছে মায়ের। তারপরেও হয়নি সমাধান। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বারবার সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতি। দুয়ারে সরকার প্রকল্পে অভিযোগ দায়ের।

510
ঘটনাস্থল

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরে এই ঘটনা ঘটেছে। রুকসানা খাতুন পাননি রূপশ্রী প্রকল্পের টাকা। ২০২৩ সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার। নিয়ম অনুযায়ী করে ছিলেন রূপশ্রীর জন্য আবেদন।

610
কাটমানির টাকা

সেই সময় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ৩০০০ টাকা দিতে হয়েছিল কাটমানি। কিন্তু তারপরও বাতিল হয়ে যায় আবেদন। মেলেনি টাকা। একাধিকবার প্রশাসনিক দফতরে গেছেন রুকসানার মা নুরেশা বিবি।

710
দালাল চক্র

বারবার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। কিন্তু কাজ হয়নি।এদিন শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই অভিযোগ জানিয়েছেন রুকসানার মা। জানা যাচ্ছে এলাকা জুড়ে এই প্রকল্পে সক্রিয় রয়েছে দালাল চক্র। টাকা দিলে তবেই মেলে সুবিধা। আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হচ্ছে না কাজ।কাদের মদত রয়েছে? কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? উঠছে প্রশ্ন?

810
নবম দুয়ারে সরকার ক্যাম্প

২৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই গোটা রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। এক ছাতার তলায় আনা হয়েছে ৩৭টি প্রকল্প। এদিন রাজ্যে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছে।

910
প্রথম দিনেই ৫ লক্ষ মানুষ ক্যাম্পে

প্রথম দিনেই ক্যাম্পে গিয়েছিলেন ৫ লক্ষ ৪৬ হাজার ৯২২ জন। কোন প্রকল্পের জন্য গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়।

1010
তৃণমূল-বিজেপির তরজা

অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছু হয় না কটাক্ষ বিজেপির। প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos