সংক্ষিপ্ত
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না। এটাই তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
চলতি বছর ১২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় (Assembly) শুরু হতে পারে বাজেট অধিবেশন (Budget session)। নবান্ন (Nabanna) সূত্রের এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে এবার বাজেট অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এটাই তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তাই এই বাজেট রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যের জনগণের আশা আসন্ন বাজেটেই রাজ্য সরকার রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারে।
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না। এটাই তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তারপরই রাজ্য বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই মহিলা ও যুবকদের জন্য কল্যাণমূলক প্রকল্প এবং অন্যান্য প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়েও চমক থাকতে পারে।
রাজ্যের অর্থ দফতর সূত্রের খবর চলতি বছর রাজ্য বাজেট পেশ করার কথা ছিল আগামী ৭ ফেব্রুয়ারি। কিন্তু কয়েকটি কারণ তারিখ পরিবর্তন করে করা হয়েছে ১২ ফেব্রুযারি। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তিনি ফিরলেই বাজেটের দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর দিন ঘোষণা করা হবে। ইতিমধ্যেই চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। সেখানেই সরকারি প্রকল্পগুলির সুবিধে পাওয়া যাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।