Bratya Basu on SSC scam: ব্রাত্য বসু বলেছেন, 'আপাতত স্বস্তি পাওয়া গিয়েছে আমাদের জন্য এই রায় আশাব্যাঞ্জক।' শিক্ষকদের তিনি কাজে ফেরার আবেদন জানিয়েছেন।
Bratya Basu on SSC scam: চাকরিহারা শিক্ষকদের জন্য সাময়ির স্বস্তির সমাধান সূত্র দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকা বাদে বাকিরা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে শিক্ষকরা করতে পারবেন। তবে শিক্ষা কর্মীদের নিয়ে নতুন করে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, বঞ্চিতদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন। সরকার আছে। 'আমরা শেষ পর্যন্ত দেখব।'
ব্রাত্য বসু বলেছেন, 'আপাতত স্বস্তি পাওয়া গিয়েছে আমাদের জন্য এই রায় আশাব্যাঞ্জক।' রায় প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও একবার শিক্ষক-শিক্ষিকাদের কাজে ফেরার অনুরোধ করেন। ব্রাত্য বসু আরও বলেছেন, 'আমরা তো আগেই বলেছিলাম আপনারা কাজে ফিরুন। সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আইনি সহায়তা নিয়ে আপনাদে পাশে আছেন। থাকবেন।' তবে আগামিকাল থেকে কারা কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনও তালিকা প্রকাশ করা হবে কিনা তা জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'এদিনের রায়ে কাল থেকে কারা কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেনি। তাই এমন কোনও তালিকা প্রকাশের প্রশ্নই নেই। ' কিন্তু এই তালিকা প্রকাশ প্রসঙ্গে বলতে গিয়ে ব্রাত্য বসু বলেন, 'এসএসসি ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে।'
৩ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি মামলার রায়ে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। তাতে চাকরি গিয়েছিল রাজ্যের ২৬ হাজার চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। তাতেই এদিন অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক শিক্ষিকাদের সর্তসাপেক্ষে কর্মক্ষেত্রে ফেরার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এই রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেছেন, 'রাজ্য সরকার শুধুমাত্র শিক্ষক নয় শিক্ষাকর্মীদের পাশেও রয়েছে। যথা সময়ে আইনি পরামর্শ মেনে রিভিউ পিটিশন দায়ের করা হবে।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


