- Home
- West Bengal
- West Bengal News
- দমকা হাওয়ায় উত্তাল সমুদ্র, নিম্নচাপের কারণে ৫ দিন এই জেলাগুলিতে প্রবল বৃষ্টি
দমকা হাওয়ায় উত্তাল সমুদ্র, নিম্নচাপের কারণে ৫ দিন এই জেলাগুলিতে প্রবল বৃষ্টি
মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকা ও নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। আর উত্তরে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

একটি নিম্নচাপ সরতে না সরতেই আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছেই।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অভিমুখ ঝাড়খন্ডের দিকে। সরতে পারে ওড়িশার দিকেও। আর সেই কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
মৌসুমী অক্ষরেখা সক্রিয়। সঙ্গে রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা।
আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অপরের পাঁচ জেলাতে।
জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।
বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টি।
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতে।
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে
বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বুধবারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা।

