সূত্রের খবর, বুধবার সকালে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুজন চক্রবর্তীকে।
হাসপাতালে ভর্তি রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন সিপিএম নেতা। বুধবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুজন চক্রবর্তীকে।
কলকাতার ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুজন চক্রবর্তী। আপাতত তিন জন চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন বাম নেতা। সূত্রের খবর, বুধবার সকালে বাইপাস লাগোয়া ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সুজন চক্রবর্তীকে।
সিপিএম দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনেকদিন ধরেই কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। কাশি ছাড়াও আরও বিবিধ শারীরিক সমস্যা ছিল তাঁর। সেই কারণেই এবার ফুল বডি চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দল জানিয়েছে, সুজনের শারীরিক পরিস্থিতি আপাতত গুরুতর কোনও বিষয় নয়। তাঁর শরীরে জটিল কোনও সমস্যা ধরা পড়েনি বলেই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন-
মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিএ আন্দোলনকারী, উভয় পক্ষকেই অবস্থান ভাঙার জন্য বিশেষ নির্দেশ দিল হাইকোর্ট
সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার রিল ভিডিও করায় আপত্তি, ১৯ বছরের তরুণীর আত্মহত্যার দায়ে গ্রেফতার প্রেমিক
Viral Video: নিজের মুখের ভেতরেই একের পর এক গুলি করলেন নিরাপত্তারক্ষী! কী ঘটল তারপর?
মানুষের আসল ধর্ম কী? বিশেষ কয়েকটি শিক্ষার মাধ্যমে আমাদের বলে গেছেন ভগবান হনুমান