ডিএ মামলার রায় কি ঠান্ডা ঘরে চলে যাবে? এই বিষয়ে মলয়বাবু বলেন, আমাদের এটা কখনই মনে হয়না যে ডিএ মামলার রায় ঠান্ডা ঘরে চলে গেছে। উল্লেখ্য, ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে বলে শোনা গিয়েছে। এবার কবে ডিএ মামলার রায়দান হবে সেই দিকে চেয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।