পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ৫% DA বা মহার্ঘ ভাতা ঘোষণা করবে নবান্ন?একদিকে যখন সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা, তখন সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে আশার আলো দেখছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যদিও অন্য অংশের কথায় ডিএ দিতেই নারাজ রাজ্য, কখনই এই সিদ্ধান্ত নেবে না।
25
বর্তমান ডিএ
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান। ১৪% হারে তারা ডিএ পাচ্ছিলেন। বাজেটের সময় রাজ্য ৪% DA ঘোষণা করেছিল। যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ ১৮%। কেন্দ্রের সঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় ৩৭%।
35
সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ
সুপ্রিম কোর্ট গ্রীষ্মের ছুটির আগেই রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫% ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। উল্টে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে সরকারি কর্মীদের একাংশ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। যার শুনানি আগামী সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর।
সোশ্যাল মিডিয়া ও সরকারি কর্মীদের মধ্যে আলোচনা বাড়ছে রাজ্য সরকার পুজোর আগেই ফের ৫% DA ঘোষণা করতে পারে। যদিও মুখ্যমন্ত্রীর দফতর, অর্থ দফতর এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি। সুপ্রিম কোর্টে ডিএ দিতে না পারার কারণ হিসেবে রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ তুলে ধরেছ। তাই সরকারি কর্মীদের একাংশ মনে করছে রাজ্য সরকার এখনই ডিএ ঘোষণা করবে না। গোটা বিষয়টাই একটি গুজব।
55
কবে ডিএ?
রাজ্য সরকারি কর্মীদের এতকাংশের মতে আগামী বছর বিধানসভার নির্বাচন। তার আগেই রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ডিএ ঘোষণা করতে পারে। না হলে ২৫ ডিসেম্বরের অনুষ্ঠান মঞ্চ থেকেও ডিএ ঘোষণা করতে পারে।