মুম্বইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা। কড়া সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরিতে। গণেশ বিসর্জনের সময়ই বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা। কড়া সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরিতে। গণেশ বিসর্জনের সময়ই বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ম্বম্বইয়ের কন্ট্রোল রুমে তেমনই হুমকি ফোন পেয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। অনন্ত চতুর্দশীতে হামলার পরিকল্পনা করা হয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে। তেমনই দাবি করছে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন।
সূত্রের খবর, হুমকি দিয়েছে লস্কর-ই-জিহাদি। মুম্বই পুলিশ সূত্রের খবর, মুম্বই ট্রাফিক পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি মেসেজে দাবি করা হয়েছে শহর জুড়ে ৩৪টি গাড়িতে ৩৪টি মানব বোমা রাখা হবে। এই বিস্ফোরণে পুরো মুম্বই শহরকেই কাঁপিয়ে দেওয়া হবে।
মুম্বই পুলিশ সূত্রের খবর লস্কর-ই-জিহাদি নামের একটি সংগঠন এই দাবি করেছে। সংগঠনের তরফে পাঠান মেসেজে বলা হয়েছে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করেছে। তাদের সংঙ্গে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই হুমকি মেসেজ পাওয়ার পরই সতর্ক মুম্বই পুলিশ। বাণিজ্য নগরির সঙ্গে সঙ্গে গোটা মহারাষ্ট্রের নিরাপত্তা বাড়ান হয়েছে। হুমকি মেসেজের তদন্ত শুরু হয়েছে। যে হুমকি মেসেজ পাঠিয়ে সেই ব্যক্তি নিজেকে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলেও দাবি করেছে।
