News Round Up: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ থেকে রিচার নামে নতুন স্টেডিয়াম, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 10, 2025, 08:58 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. সোমবার বিকেলের ব্যস্তসময়ে পরপর তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লির লালকেল্লা চত্বর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্য়া অন্তত আটজন। বাড়তে পারে হতাহতের পরিমাণ। আহত ২৪ জন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটল? সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত দিল্লি পুলিশ, প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা ও দমকল বাহিনী। চলছে জোরকদমে উদ্ধার কাজ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

দিল্লি বিস্ফোরণ মনে করালো ২৬ /১১-র স্মৃতি! নিহত কমপক্ষে ৮ জন, দেশের সব বড় শহরে জারি হাই অ্যালার্ট

২. প্রায় তিন বছর পর জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই- এর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । যদিও শর্ত ছিল সিবিআই-এর তরফে আদালতে আটজনের নাম জমা দেওয়া ছিল। তাদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর বেলবন্ড জমা দিতে পারবেন । এই আটজনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সোমবার শেষ হয়েছে । বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

নতুন বছরের আগেই ঘুচছে বন্দিদশা, ছাড়া পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

৩. গোটা উত্তরবঙ্গবাসী তথা বাংলার তনয়া রিচা ঘোষের জন্য এবার আরও বড় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষের নামে এবার উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। খুব শীঘ্রই তা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে সোমবার শিলিগুড়ির উত্তরকন্য়ায় প্রশাসনিক বৈঠক থেকে এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষকে আরও বড় উপহার মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গবাসীর জন্য নতুন স্টেডিয়াম

৪. ফরিদাবাদ থেকে শুধুমাত্র আরডিএক্স তৈরির ৩৬০ কেজি মশলা নয়, সবমিলিয়ে ২৯০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। ফরিদাবাদ-কাণ্ডে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছে ৩৬০ কেটি বিস্ফোরক। হরিয়ানা পুলিশ আগেই জানিয়েছে এই বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট হতে পারে। এটি আরডিএক্স তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

৩৬০ নয় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার, কাশ্মীর পুলিশের নজরে মহিলা চিকিৎসক

৫. বাংলা এই মুহূর্তে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। ফলো অন খেয়েছে রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তারা। তৃতীয় দিনের শেষে, রেলওয়েজের স্কোর ৫ উইকেট হারিয়ে ৯০ রান। রঞ্জি ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে, সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলা বনাম রেলওয়েজ (bengal vs railways live score)। শনিবার থেকে শুরু হয়েছে সেই ম্যাচ (bengal vs railways ranji trophy)। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

Ranji Trophy 2025: ফলো অন খেল রেলওয়েজ! সুবিধাজনক জায়গায় বাংলা, তৃতীয় জয় আসবে?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট