- Home
- West Bengal
- West Bengal News
- বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষকে আরও বড় উপহার মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গবাসীর জন্য নতুন স্টেডিয়াম
বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষকে আরও বড় উপহার মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গবাসীর জন্য নতুন স্টেডিয়াম
Richa Ghosh North Bengal Stadium: উত্তরবঙ্গ সফরের মধ্যেই এবার বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষের জন্য বড় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী উপহার দেবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রিচা ঘোষের জন্য বড় উপহার
গোটা উত্তরবঙ্গবাসী তথা বাংলার তনয়া রিচা ঘোষের জন্য এবার আরও বড় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষের নামে এবার উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। খুব শীঘ্রই তা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে সোমবার শিলিগুড়ির উত্তরকন্য়ায় প্রশাসনিক বৈঠক থেকে এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোথায় হচ্ছে স্টেডিয়াম?
সোমবার উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে, রিচা ঘোষের নামে স্টেডিয়াম তৈরি হবে চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হবে এই জমি। তবে নতুন এই স্টেডিয়াম তৈরি করতে সরকারের কত টাকা খরচ হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এখনও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় আবেগে আপ্লুত হয়ে পড়েন রিচা ঘোষের বাবা-মা।
রিচার জন্য একগুচ্ছ উপহার রাজ্যের
ভারতীয় মহিলা ক্রিকেট দল হিসেবে প্রথমবার বিশ্বকাপ জিতেছে রিচারা। তার ওপর রিচা ঘোষ আবার বঙ্গতনয়া। ফলে স্বাভাবিক ভাবেই চারপাশে চলছে জয়ের সেলিব্রেশন। বিশ্বকাপজয়ী রিচাকে ইতিমধ্যেই সিএবি-র তরফে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা জানানো হয়েছে। তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশে ডিএসপি পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রিচার নামে তৈরি হতে চলেছে স্টেডিয়াম।
রিচাকে বিশেষ উপহার
গত ৮ নভেম্বর শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রিচা ঘোষকে সংবর্ধনা দেয় সিএবি। রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট উপহার দিয়েছে সিএবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সংবর্ধনা অনুষ্ঠানেই রিচাকে বঙ্গভূষণ সম্মান দেন।
রিচার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
রিচার প্রশংসা করে সিএবি সভাপতি সৌরভ বলেন, 'রিচা ছ’নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন। কারণ, বল কম পায়। রান করতে হয় অনেক বেশি। সেখানে ও রান করেছে। ওর স্ট্রাইক রেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। এক দিন যেন বলতে পারি রিচা ঘোষ ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় আছি।' মুখ্যমন্ত্রী বলেন, 'ওর কাছে অনেক প্রত্যাশা। কিন্তু ওর উপর চাপ দেব না। যা করছে, সেটা ভালোভাবে করুক। সবসময় তো একই পরিকল্পনায় সাফল্য আসে না। পরে হয়তো অন্য কোনও পরিকল্পনা করবে। অন্যভাবে সফল হবে।'

